A
“Clouds of glory do we come”
B
“Bliss was it in that dawn to be alive”
C
“Heaven lies about us in our infancy”
D
“The still, sad music of humanity”
উত্তরের বিবরণ
এই লাইনটিতে Wordsworth মানব জীবনের দুঃখ-কষ্টকে সঙ্গীতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, মানবজীবনের বেদনা কোনো কোলাহল নয়, বরং এক গভীর ও শান্ত সুরের মতো প্রতিধ্বনিত হয়। প্রকৃতির সান্নিধ্যে তিনি সেই বেদনার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা খুঁজে পান। এই রূপক মানুষের বেদনা মেনে নেওয়ার পাশাপাশি তার ভেতর থেকে শান্তি ও নৈতিক শক্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দেয়।

0
Updated: 1 week ago
With whom did Wordsworth jointly publish Lyrical Ballads?
Created: 1 week ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Lyrical Ballads ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন। এ বইয়ের কিছু বিখ্যাত কবিতা হলো Wordsworth-এর Tintern Abbey এবং Coleridge-এর The Rime of the Ancient Mariner। এই যৌথ প্রচেষ্টা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। Coleridge কল্পনার গভীরতা আনেন, আর Wordsworth প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনকে কেন্দ্রে আনেন। ফলে এই গ্রন্থ যুগান্তকারী হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
In which poetry collection was the Ode, Ode: Intimations of Immortality, published?
Created: 1 week ago
A
The Prelude
B
The Excursion
C
Lyrical Ballads
D
Poems in Two Volumes
Ode: Intimations of Immortality প্রকাশিত হয়েছিল Poems in Two Volumes (1807) সংকলনে। এই গ্রন্থ Wordsworth-এর অন্যতম বড় সাফল্য। এখানে অনেক বিখ্যাত কবিতা যেমন “Ode to Duty” এবং “Resolution and Independence” অন্তর্ভুক্ত ছিল। এই সংকলন Wordsworth-এর রোমান্টিক কাব্যধারাকে আরও প্রতিষ্ঠিত করে এবং তাঁকে প্রকৃতির কবি হিসেবে খ্যাতি এনে দেয়।

0
Updated: 1 week ago
Which of the following is not a feature of the Romantic Age?
Created: 1 week ago
A
Love for nature
B
Focus on imagination
C
Strict classical rules
D
Importance of individual feelings
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিপ্রেম, কল্পনার স্বাধীনতা, ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। কবিরা প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন এবং মানুষের আবেগকে কবিতার মূল বিষয়বস্তু করেছেন। অন্যদিকে, নব্য-শাস্ত্রীয় (Neo-classical) যুগে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন ধারা মানার কড়াকড়ি ছিল। কিন্তু রোমান্টিক যুগে সেই কড়াকড়ি ভেঙে স্বাধীন প্রকাশকে মূল্য দেওয়া হয়। তাই কঠোর শাস্ত্রীয় (Classical) নিয়ম রোমান্টিক যুগের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 week ago