কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
A
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
B
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
C
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
D
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
উত্তরের বিবরণ
‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’
-
অর্থ: গোপন রাখার চেষ্টা।
-
বিশেষ ব্যঞ্জনা: “ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল।” — অর্থাৎ অহেতুক গোপন না রেখে মূল কথা স্পষ্টভাবে বলা উচিত।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারার উদাহরণ:
-
অনুরোধে ঢেঁকি গেলা – অনুরোধে কষ্ট স্বীকার।
উদাহরণ: “অনুরোধে অনেক ঢেঁকি গিলেছি, এখন আর পারছি না।” -
অন্ধকারে ঢিল ছোড়া – আন্দাজে কিছু করা।
উদাহরণ: “অন্ধকারে ঢিল না ছুড়ে, আগে আসল ঘটনাটা জেনে এসো।” -
অরণ্যে রোদন – নিষ্ফল অনুনয় বা আর্তি।
উদাহরণ: “লোকটা হাড়কৃপণ, ওর কাছে কিছু চাওয়া আর অরণ্যে রোদন একই কথা।” -
আকাশ ভেঙে পড়া – মহাবিপদে পড়া।
উদাহরণ: “বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় অনেক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।” -
আট কপালে – হতভাগ্য।
উদাহরণ: “আট কপালের লোকের ভাগ্যে চাকরি জোটা খুবই মুশকিল।” -
আঠারো মাসে বছর – ঢিলেমি বা ধীর গতি।
উদাহরণ: “আমার মামা সব কাজেই দেরি করেন। সবাই বলেন, তার নাকি আঠারো মাসে বছর।” -
আদাজল খেয়ে লাগা – সর্বশক্তি দিয়ে চেষ্টা করা।
উদাহরণ: “পরীক্ষায় জিপিএ–৫ পাওয়ার জন্য মাহমুদ আদাজল খেয়ে লেগেছে।” -
আদায় কাঁচকলায় – শত্রুভাবাপন্ন সম্পর্ক।
উদাহরণ: “ওদের ভাইয়ে ভাইয়ে আদায় কাঁচকলায় সম্পর্ক, কেউ কাউকে সহ্য করে না।” -
আবোল-তাবোল – এলোমেলো বা অপ্রাসঙ্গিক কথা।
উদাহরণ: “আসল ঘটনা লুকোতে গিয়ে সে আবোল-তাবোল বকে চলেছে।” -
আমড়া কাঠের চেঁকি – অকেজো লোক বা ব্যক্তি।
উদাহরণ: “ও একটা আমড়া কাঠের চেঁকি, ওকে দিয়ে কাজটা হবে না।” -
আমলে আনা – গুরুত্ব দেওয়া।
উদাহরণ: “পুলিশ দারোয়ানের কোনো কথাই আমলে আনল না।” -
আলালের ঘরের দুলাল – বড়লোকের আদুরে ও অলস ছেলে।
উদাহরণ: “এই আলালের ঘরের দুলালটি কাজ দেখলে ভয় পায়।”
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 3 months ago
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
Created: 3 months ago
A
আট কপালে
B
উড়নচণ্ডী
C
ছা-পোষা
D
ভূশণ্ডির কাক
• ‘আটকপালে’ বাগ্ধারাটির অর্থ হলো হতভাগ্য ব্যক্তি।
অন্যদিকে,
• ‘উড়নচণ্ডী’ শব্দের অর্থ — অমিতব্যয়ী বা খরুচে ব্যক্তি।
• ‘ছা-পোষা’ অর্থ — অত্যন্ত গরিব বা সাদামাটা জীবনযাপনকারী।
• ‘ভূষণ্ডির কাক’ অর্থ — দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি।
উৎস:
– ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
– বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
Created: 4 months ago
A
যত গর্জে তত বৃষ্টি হয় না
B
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
C
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
D
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
• বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক প্রবচন হচ্ছে: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- প্রবচনাটির অর্থ: অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
অশুদ্ধ প্রবচন গুলোর শুদ্ধরূপ হলো:
• ‘যত গর্জে তত বর্ষে না’ প্রবচনের অর্থ - সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।
• ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ প্রবচনের অর্থ - নিজের ত্রুটি অন্যের উপর চাপানো।
• ‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়’ প্রবচনের অর্থ - যেখানে অসুবিধে সেখানেই বিপদ ঘটে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
'ধরি মাছ না ছুঁই পানি' প্রবাদের অর্থ কী?
Created: 2 days ago
A
বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
B
নিজেকে সংশ্লিষ্ট না করা
C
নির্বুদ্ধিতা- চালাকি ধরা পড়া
D
দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না
বাংলা ভাষায় প্রচলিত প্রবচনগুলো সাধারণত বুদ্ধি, অভিজ্ঞতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রকাশ করে। এগুলোর মাধ্যমে সমাজের নানা বাস্তবতাকে সংক্ষেপে বোঝানো হয়। নিচে কিছু প্রবচনের অর্থ দেওয়া হলো—
ধরি মাছ না ছুঁই পানি অর্থ বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি করা।
কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো অর্থ কোনো বিষয়ে নিজেকে সম্পূর্ণ অসংশ্লিষ্ট রাখা।
ঠাকুর ঘরে কে? না, আমি কলা খাইনি অর্থ নির্বুদ্ধিতা বা চালাকি ধরা পড়ে যাওয়া।
ভাঙবে তো মচকাবে না অর্থ দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়কে তোয়াক্কা করে না।
উৎস:

0
Updated: 2 days ago