What role does Nature play in Tintern Abbey?
A
Nature is only a source of pleasure
B
Nature is hostile to mankind
C
Nature is a guide, guardian, and moral teacher
D
Nature is destructive and violent
উত্তরের বিবরণ
Wordsworth Tintern Abbey-এ প্রকৃতিকে কেবল আনন্দের উৎস নয়, বরং এক নৈতিক শিক্ষক ও আত্মার অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন প্রকৃতি মানুষের মনের অশান্তি দূর করে শান্তি দেয় এবং ঈশ্বরের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপন করে। প্রকৃতি তাঁকে ধৈর্য, আশা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। তাই তিনি Dorothy-র কাছেও আশা করেন, প্রকৃতি তার জীবনে একই ভূমিকা পালন করবে।

0
Updated: 1 month ago
A plaintive song, 'The Solitary Reaper' was composed by-
Created: 2 weeks ago
A
John Donne
B
Thomas Gray
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge
A plaintive song, 'The Solitary Reaper' was composed by William Wordsworth. এটি ১৮০৭ সালে তাঁর Poems, in Two Volumes সংকলনে প্রকাশিত হয়। কবিতাটিতে স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা কাজ করতে করতে গেইলিক ভাষায় এক মর্মস্পর্শী গান গাইছে— সেই দৃশ্য অঙ্কিত হয়েছে। কবি তরুণীর গান শুনে গভীরভাবে মোহিত হন। যদিও তিনি ভাষাটি বোঝেন না, তবুও কল্পনা করেন যে গানটি হয়তো কোনো প্রাচীন শোকগাথা অথবা ব্যক্তিগত দুঃখের প্রকাশ।
-
William Wordsworth (১৭৭০–১৮৫০)
-
ইংরেজি সাহিত্যের Romantic Period-এর অন্যতম প্রধান কবি
-
স্যামুয়েল টেইলর কোলরিজ-এর সঙ্গে মিলে Lyrical Ballads (১৭৯৮) প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে
-
Lyrical Ballads (১৮০০)-এর ভূমিকায় তিনি কবিতা সম্পর্কে বিপ্লবাত্মক নীতিমালা ব্যাখ্যা করেন
-
তিনি সাধারণ মানুষের জীবন, অভিজ্ঞতা ও ভাষাকে কবিতার বিষয়বস্তুতে রূপ দেন
-
এর মাধ্যমে ইংরেজি কবিতায় আমূল পরিবর্তন ও নতুন ধারা সূচিত হয়
Notable Works
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Ode: Intimations of Immortality
-
The Solitary Reaper
-
The Excursion
-
The Prelude
-
The Ruined Cottage
-
Peter Bell
-
The World Is Too Much with Us

0
Updated: 2 weeks ago
Which of the following is a well-known “Lucy Poem” by Wordsworth?
Created: 1 month ago
A
Tintern Abbey
B
Kubla Khan
C
She Dwelt among the Untrodden Ways
D
Ode: Intimations of Immortality
Wordsworth-এর “Lucy Poems” হলো কয়েকটি সংক্ষিপ্ত ও আবেগপূর্ণ কবিতা, যেখানে Lucy নামের এক তরুণীর জীবন ও মৃত্যু চিত্রিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো She Dwelt among the Untrodden Ways। এখানে তিনি এক অজানা তরুণীর প্রতি প্রেম, তাঁর অকাল মৃত্যু এবং সেই হারানোর বেদনা প্রকাশ করেছেন। এ কবিতা Wordsworth-এর আবেগময়তা, সরলতা এবং প্রকৃতিপ্রেমকে সুন্দরভাবে প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
Who wrote the following lines: “all at once I saw/a crowd, a host of golden daffodils”?
Created: 2 months ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth এর বিখ্যাত কবিতা 'I wandered lonely as a cloud' থেকে উদ্বৃত।

1
Updated: 2 months ago