A
Childhood vs. Old Age
B
Past joy vs. Present philosophy
C
City life vs. Country life
D
Love vs. Hatred
উত্তরের বিবরণ
Wordsworth Tintern Abbey-এ নিজের দুই অভিজ্ঞতার তুলনা করেন। তরুণ বয়সে তিনি প্রকৃতিকে শুধু ইন্দ্রিয় সুখের উৎস হিসেবে দেখেছিলেন। কিন্তু কয়েক বছর পরে তিনি প্রকৃতিকে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে অনুভব করেন। অর্থাৎ অতীতের আনন্দের তুলনায় বর্তমান সময়ে তিনি প্রকৃতির মধ্যে শিক্ষা, শান্তি ও ঈশ্বরের উপস্থিতি খুঁজে পান। এই দ্বৈত অভিজ্ঞতা কবিতার মূল সৌন্দর্য।

0
Updated: 1 week ago
Which of the following best explains Romanticism’s break from the Neoclassical Age?
Created: 1 week ago
A
Focus on Urban Society
B
Stress on Rules and Discipline
C
Dependence on Classical Models
D
Freedom of Individual Expression
নব্য-শাস্ত্রীয় যুগে কবিতা ও সাহিত্যে কঠোর নিয়ম, শৃঙ্খলা এবং প্রাচীন গ্রিক-রোমান ধারা অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে এই ধারা ভেঙে কবিরা ব্যক্তিস্বাধীনতা ও সৃষ্টিশীলতার ওপর জোর দেন। প্রত্যেক কবি নিজের কণ্ঠস্বর, আবেগ ও অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। এই স্বাধীনতা সাহিত্যে নতুন প্রাণ এনে দেয় এবং পাঠকদের সঙ্গে ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। এভাবেই Romanticism নব্য-শাস্ত্রীয় যুগ থেকে আলাদা হয়।

1
Updated: 1 week ago
Which Romantic quality is most strongly reflected in the Ode?
Created: 1 week ago
A
Imagination and recollection shaping spiritual truth
B
Harsh satire against society
C
Rigid classical imitation
D
Scientific exploration of nature
এই কবিতায় Wordsworth দেখিয়েছেন কিভাবে কল্পনা (imagination) ও স্মৃতি (recollection) মিলেই আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। যদিও শৈশবের সরাসরি স্বর্গীয় দৃষ্টি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়, তবু কবি বিশ্বাস করেন স্মৃতি ও কল্পনার মাধ্যমে মানুষ সেই হারানো সৌন্দর্যকে আংশিকভাবে পুনরুদ্ধার করতে পারে। এই দৃষ্টিভঙ্গি রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য—কল্পনার শক্তি ও আবেগের গভীরতা।

0
Updated: 1 week ago
What major theme dominates Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Celebration of Industrial Revolution
B
Loss of childhood’s spiritual vision
C
Satire on urban society
D
Heroic deeds in war
এই ওডে Wordsworth বলেন, শিশু অবস্থায় মানুষ প্রকৃতির ভেতর ঈশ্বরীয় মহিমা দেখতে পায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। এটি কবিতার কেন্দ্রীয় থিম—শৈশবের আভা হারানো। তবে কবি শেষে প্রকৃতি ও স্মৃতির মাধ্যমে সান্ত্বনা খুঁজে পান। এই হারানো ও পুনরুদ্ধারের দ্বৈত অভিজ্ঞতাই কবিতার মূল ভাব।

0
Updated: 1 week ago