A
His daughter Dora
B
His friend Coleridge
C
His wife, Mary
D
His sister Dorothy
উত্তরের বিবরণ
Tintern Abbey কবিতাটি মূলত Wordsworth তাঁর বোন Dorothy Wordsworth-এর উদ্দেশ্যে লিখেছেন। কবিতার শেষ অংশে তিনি Dorothy-কে বলেন, প্রকৃতির যে সৌন্দর্য তিনি অনুভব করেছেন, Dorothy-ও সেটি যেন একইভাবে উপলব্ধি করে। তিনি আশা করেন, Dorothy প্রকৃতিকে শিক্ষক, আনন্দের উৎস ও আত্মার শান্তি হিসেবে দেখবে। তাই Dorothy এই কবিতার কেন্দ্রীয় শ্রোতা ও প্রেরণা।

0
Updated: 1 week ago
What contrast does Wordsworth make in Tintern Abbey?
Created: 1 week ago
A
Childhood vs. Old Age
B
Past joy vs. Present philosophy
C
City life vs. Country life
D
Love vs. Hatred
Wordsworth Tintern Abbey-এ নিজের দুই অভিজ্ঞতার তুলনা করেন। তরুণ বয়সে তিনি প্রকৃতিকে শুধু ইন্দ্রিয় সুখের উৎস হিসেবে দেখেছিলেন। কিন্তু কয়েক বছর পরে তিনি প্রকৃতিকে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে অনুভব করেন। অর্থাৎ অতীতের আনন্দের তুলনায় বর্তমান সময়ে তিনি প্রকৃতির মধ্যে শিক্ষা, শান্তি ও ঈশ্বরের উপস্থিতি খুঁজে পান। এই দ্বৈত অভিজ্ঞতা কবিতার মূল সৌন্দর্য।

0
Updated: 1 week ago
How does Wordsworth describe childhood in the Ode?
Created: 1 week ago
A
A time of divine vision and purity
B
A period of material greed
C
A stage of political activism
D
A phase of complete ignorance
Wordsworth-এর কাছে শৈশব হলো এমন এক সময়, যখন শিশু প্রকৃতিকে ঈশ্বরীয় আলোয় দেখে। সে চারপাশে সৌন্দর্য, সত্য ও পবিত্রতার আভা অনুভব করে। এই শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি মানুষকে পৃথিবীর বাইরে এক চিরন্তন জগতের কথা মনে করিয়ে দেয়। Wordsworth বলেন, শিশুদের ভেতরে “heaven lies about us in our infancy”। তাই শৈশব তাঁর কাছে স্বর্গীয় অভিজ্ঞতার প্রতীক।

0
Updated: 1 week ago
What role does Nature play in Tintern Abbey?
Created: 1 week ago
A
Nature is only a source of pleasure
B
Nature is hostile to mankind
C
Nature is a guide, guardian, and moral teacher
D
Nature is destructive and violent
Wordsworth Tintern Abbey-এ প্রকৃতিকে কেবল আনন্দের উৎস নয়, বরং এক নৈতিক শিক্ষক ও আত্মার অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন প্রকৃতি মানুষের মনের অশান্তি দূর করে শান্তি দেয় এবং ঈশ্বরের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপন করে। প্রকৃতি তাঁকে ধৈর্য, আশা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। তাই তিনি Dorothy-র কাছেও আশা করেন, প্রকৃতি তার জীবনে একই ভূমিকা পালন করবে।

0
Updated: 1 week ago