A
Three years
B
Five years
C
Ten years
D
Seven years
উত্তরের বিবরণ
Wordsworth প্রথমবার টিন্টার্ন অ্যাবে ভ্রমণ করেছিলেন ১৭৯৩ সালে এবং দ্বিতীয়বার যান ১৭৯৮ সালে। অর্থাৎ পাঁচ বছর পর তিনি আবার সেখানে ফিরে আসেন। কবিতায় তিনি উল্লেখ করেন, কিভাবে এই পাঁচ বছরের মধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণ বয়সে প্রকৃতিকে তিনি আনন্দের উৎস মনে করলেও পরিণত বয়সে প্রকৃতিকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে শুরু করেন। এই পরিবর্তন কবিতার মূল থিম।

0
Updated: 1 week ago
The most famous romantic poet of English literature is –
Created: 3 weeks ago
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
১৭৯৮ সালে Oscar Wilde-এর Art for Art's Sake স্লোগান নিয়ে William Wordsworth & S. T. Coleridge রচিত Preface to Lyrical Ballads প্রকাশের মাধ্যমে Romantic Age-এর যাত্রা শুরু হয়। ১৭৯৮ সালে প্রকাশিত Lyrical Ballads-এ মোট কবিতা রয়েছে ২৩টি। যার মধ্যে ১৯টি Wordsworth-এর এবং বাকি ৪টি S. T. Coleridge-এর। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন- • William Wordsworth • S. T. Coleridge • Lord Byron • P.B. Shelly • John Keats • Jane Austen • Charles Lamb • Alexander Pushkin

0
Updated: 3 weeks ago
“Heaven lies about us in our infancy” — this line means:
Created: 1 week ago
A
Children live close to divine truth
B
Heaven is far away from children
C
Infancy is a burden
D
Childhood is full of sins
Wordsworth-এর মতে শিশুদের মনে স্বর্গীয় আলো বা ঈশ্বরীয় আভা থাকে। তারা প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে পারে এবং জগতের আধ্যাত্মিক সত্য অনুভব করতে পারে। শৈশবের সেই অভিজ্ঞতা আসলে আমাদের আদি উৎসের স্মৃতি, যা বড় হতে হতে ফিকে হয়ে যায়। তাই তিনি বলেন, infancy-তে স্বর্গ আমাদের চারপাশে ঘিরে থাকে।

0
Updated: 1 week ago
Which poem begins with “There was a time when meadow, grove and stream”?
Created: 4 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
Kubla Khan
C
Ode to a Nightingale
D
The Waste Land

0
Updated: 4 weeks ago