Which of the following best explains Romanticism’s break from the Neoclassical Age?
A
Focus on Urban Society
B
Stress on Rules and Discipline
C
Dependence on Classical Models
D
Freedom of Individual Expression
উত্তরের বিবরণ
নব্য-শাস্ত্রীয় যুগে কবিতা ও সাহিত্যে কঠোর নিয়ম, শৃঙ্খলা এবং প্রাচীন গ্রিক-রোমান ধারা অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে এই ধারা ভেঙে কবিরা ব্যক্তিস্বাধীনতা ও সৃষ্টিশীলতার ওপর জোর দেন। প্রত্যেক কবি নিজের কণ্ঠস্বর, আবেগ ও অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। এই স্বাধীনতা সাহিত্যে নতুন প্রাণ এনে দেয় এবং পাঠকদের সঙ্গে ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। এভাবেই Romanticism নব্য-শাস্ত্রীয় যুগ থেকে আলাদা হয়।

1
Updated: 1 month ago
"Poetry is the spontaneous overflow of powerful feelings" appears in -
Created: 3 weeks ago
A
Biographia Literaria
B
The Prelude
C
Preface to Lyrical Ballads
D
Don Juan
Preface to Lyrical Ballads ও William Wordsworth
-
“Poetry is the spontaneous overflow of powerful feelings” উক্তিটি পাওয়া যায় Preface to Lyrical Ballads-এ।
Preface to Lyrical Ballads:
-
এটি রোমান্টিক যুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
-
মূলত কয়েকটি Romantic কবিতার সংকলন বা collection of poems।
-
১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে এটি প্রকাশ করেন।
-
সংকলনে মোট ২৩টি কবিতা আছে, যার মধ্যে ১৯টি কবিতা লেখা Wordsworth এবং ৪টি Coleridge দ্বারা।
William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England।
-
তার সাহিত্যিক জীবনের প্রাথমিক সময়ে The French Revolution তাকে অনুপ্রাণিত করে এবং এর প্রভাব তার কবিতায় প্রতিফলিত হয়।
-
কবিতা যেমন London, 1802 এবং নাটক The Borderers-এ French Revolution-এর প্রভাব দেখা যায়।
-
তাকে The Father of the Romantic Age বলা হয়।
-
Lake Poet উপাধি প্রাপ্ত, কারণ তার বাল্যকাল Lake District-এ কাটে।
-
১৮৪৩ সালে তিনি Poet Laureate হিসেবে সম্মানিত হন।
প্রখ্যাত কাজসমূহ:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow (Poem)
-
Lucy Poems ইত্যাদি
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet

0
Updated: 3 weeks ago
What is the central theme of "Tintern Abbey"?
Created: 2 weeks ago
A
The spiritual and emotional impact of nature
B
The industrialization of England
C
The nostalgia for childhood
D
The history of Tintern Abbey
Wordsworth-এর Tintern Abbey মূলত স্মৃতি, প্রতিফলন এবং আধ্যাত্মিক বিকাশ নিয়ে রচিত এক ধ্যানমূলক কবিতা, যেখানে বক্তা নিজের অতীত ও বর্তমান প্রকৃতির সঙ্গে সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করেন।
-
স্মৃতি ও প্রতিফলন: বক্তা পাঁচ বছর পর আবার Wye উপত্যকায় ফিরে আসেন এবং আগের ভ্রমণের অভিজ্ঞতা স্মরণ করেন। তিনি উপলব্ধি করেন, এই সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যের স্মৃতি নগরজীবনের দুশ্চিন্তা ও ক্লান্তির সময় তাঁকে সান্ত্বনা দিয়েছে।
-
স্মৃতির শক্তি: প্রকৃতির জীবন্ত স্মৃতি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মানসিক প্রশান্তি আনে। এ স্মৃতি বক্তাকে দেয় “tranquil restoration”, এবং এর প্রভাবে জন্ম নেয় “unremembered acts / Of kindness and of love”।
-
আধ্যাত্মিক বিকাশ: কবিতাটি বক্তার প্রকৃতির সঙ্গে সম্পর্কের বিবর্তন দেখায়। যুবককালে তাঁর ভালোবাসা ছিল “thoughtless” ও কেবলমাত্র ইন্দ্রিয়নির্ভর। প্রাপ্তবয়সে এসে তিনি প্রকৃতিতে উপলব্ধি করেন এক “motion and a spirit”, যা সমস্ত জগৎ ও মানবমনের সঙ্গে গভীরভাবে যুক্ত।
-
নৈতিক অস্তিত্ব (Moral Being): কবিতার শেষাংশে প্রকৃতি আর শুধু আনন্দের উৎস নয়, বরং এক “nurse,” “guide,” এবং “guardian”— যা বক্তার নৈতিক ও আধ্যাত্মিক অস্তিত্বকে লালন করে।
-
ডরোথির জন্য আশা: তিনি আশা করেন, তাঁর বোন Dorothy-ও প্রকৃতির সঙ্গে এই গভীর ও স্থায়ী আধ্যাত্মিক বন্ধন গড়ে তুলবে, যা ভবিষ্যতে তাকে সান্ত্বনা ও প্রেরণা দেবে।

0
Updated: 2 weeks ago
With whom did Wordsworth jointly publish Lyrical Ballads?
Created: 1 month ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Lyrical Ballads ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন। এ বইয়ের কিছু বিখ্যাত কবিতা হলো Wordsworth-এর Tintern Abbey এবং Coleridge-এর The Rime of the Ancient Mariner। এই যৌথ প্রচেষ্টা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। Coleridge কল্পনার গভীরতা আনেন, আর Wordsworth প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনকে কেন্দ্রে আনেন। ফলে এই গ্রন্থ যুগান্তকারী হয়ে ওঠে।

0
Updated: 1 month ago