A
Focus on Urban Society
B
Stress on Rules and Discipline
C
Dependence on Classical Models
D
Freedom of Individual Expression
উত্তরের বিবরণ
নব্য-শাস্ত্রীয় যুগে কবিতা ও সাহিত্যে কঠোর নিয়ম, শৃঙ্খলা এবং প্রাচীন গ্রিক-রোমান ধারা অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে এই ধারা ভেঙে কবিরা ব্যক্তিস্বাধীনতা ও সৃষ্টিশীলতার ওপর জোর দেন। প্রত্যেক কবি নিজের কণ্ঠস্বর, আবেগ ও অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। এই স্বাধীনতা সাহিত্যে নতুন প্রাণ এনে দেয় এবং পাঠকদের সঙ্গে ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। এভাবেই Romanticism নব্য-শাস্ত্রীয় যুগ থেকে আলাদা হয়।

1
Updated: 1 week ago
Which of the following is not a feature of the Romantic Age?
Created: 1 week ago
A
Love for nature
B
Focus on imagination
C
Strict classical rules
D
Importance of individual feelings
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিপ্রেম, কল্পনার স্বাধীনতা, ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। কবিরা প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন এবং মানুষের আবেগকে কবিতার মূল বিষয়বস্তু করেছেন। অন্যদিকে, নব্য-শাস্ত্রীয় (Neo-classical) যুগে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন ধারা মানার কড়াকড়ি ছিল। কিন্তু রোমান্টিক যুগে সেই কড়াকড়ি ভেঙে স্বাধীন প্রকাশকে মূল্য দেওয়া হয়। তাই কঠোর শাস্ত্রীয় (Classical) নিয়ম রোমান্টিক যুগের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 week ago
Lyrical Ballads published in -
Created: 2 weeks ago
A
1789
B
1800
C
1798
D
1898
• The required answer is - 1798
• Lyrical Ballads:
-
Jointly written by William Wordsworth and Samuel Taylor Coleridge.
-
Published in 1798, marking the beginning of the English Romantic period.
-
Collection of Romantic poems, with 23 poems in total: 19 by Wordsworth and 4 by Coleridge.
-
Revolutionized English literature in terms of subject matter and style.
-
Poems emphasize simplicity of language and avoid artificial ornamentation, reflecting the speech of ordinary people.
-
Focus on natural emotions, experiences, and human connections rather than elaborate literary devices.

0
Updated: 2 weeks ago
The Romantic Age in English literature began with the publication of which work?
Created: 1 week ago
A
Paradise Lost
B
Lyrical Ballads
C
The Faerie Queene
D
Rape of the Lock
ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ধরা হয় Lyrical Ballads (1798) প্রকাশের মাধ্যমে। এর আগে সাহিত্যে নব্য-শাস্ত্রীয় (Neo-classical) ধারা প্রাধান্য পেত, যেখানে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন রীতি অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, প্রকৃতি ও ব্যক্তিস্বাধীনতা গুরুত্ব পায়। Wordsworth ও Coleridge এই কাব্যগ্রন্থের মাধ্যমে নতুন ধারার কবিতা উপস্থাপন করেন। তাই সাহিত্য সমালোচকরা একে রোমান্টিক যুগের সূচনাবিন্দু মনে করেন।

0
Updated: 1 week ago