A
Celebration of Aristocrats
B
Celebration of War Heroes
C
Celebration of the Common Man
D
Celebration of Royalty
উত্তরের বিবরণ
রোমান্টিক যুগে সাধারণ মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও সৌন্দর্য কাব্যের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। Wordsworth তাঁর Lyrical Ballads এ গ্রামীণ মানুষকে নায়ক বানান। তিনি মনে করতেন, সত্যিকারের আবেগ ও অভিজ্ঞতা সাধারণ মানুষের মধ্যেই বিদ্যমান। তাই রাখাল, কৃষক, শ্রমজীবী মানুষদের জীবনচিত্র রোমান্টিক কবিতায় বিশেষ গুরুত্ব পায়। এটি ছিল আগের নব্য-শাস্ত্রীয় যুগ থেকে একেবারেই ভিন্ন দৃষ্টিভঙ্গি।

0
Updated: 1 week ago
Which poem by Wordsworth talks about nature’s beauty?
Created: 4 weeks ago
A
Tintern Abbey
B
The Waste Land
C
My Last Duchess
D
Andrea del Sarto

0
Updated: 4 weeks ago
The Romantic Age in English literature began with the publication of which work?
Created: 1 week ago
A
Paradise Lost
B
Lyrical Ballads
C
The Faerie Queene
D
Rape of the Lock
ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ধরা হয় Lyrical Ballads (1798) প্রকাশের মাধ্যমে। এর আগে সাহিত্যে নব্য-শাস্ত্রীয় (Neo-classical) ধারা প্রাধান্য পেত, যেখানে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন রীতি অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, প্রকৃতি ও ব্যক্তিস্বাধীনতা গুরুত্ব পায়। Wordsworth ও Coleridge এই কাব্যগ্রন্থের মাধ্যমে নতুন ধারার কবিতা উপস্থাপন করেন। তাই সাহিত্য সমালোচকরা একে রোমান্টিক যুগের সূচনাবিন্দু মনে করেন।

0
Updated: 1 week ago
Which quality of Romantic poetry shows a strong connection with nature?
Created: 1 week ago
A
Love of Nature
B
Love of Wealth
C
Love of Politics
D
Love of Science
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতিপ্রেম। এই সময়ের কবিরা প্রকৃতিকে শুধু সৌন্দর্যের উৎস হিসেবে নয়, মানুষের শিক্ষক ও আত্মার নিরাময়কারী হিসেবে দেখেছেন। Wordsworth, Coleridge, Shelley প্রমুখ প্রকৃতির দৃশ্যপটকে কবিতার কেন্দ্রে এনেছেন। তাঁদের মতে, প্রকৃতি মানুষের অন্তরের সাথে কথা বলে এবং নৈতিক শিক্ষা দেয়। তাই প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রোমান্টিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago