Which of the following is an important feature of Romantic literature?
A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
উত্তরের বিবরণ
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago
Which poem contains the famous idea that childhood is a state of divine vision?
Created: 1 month ago
A
Resolution and Independence
B
Tintern Abbey
C
Immortality Ode
D
The Solitary Reaper
Ode: Intimations of Immortality কবিতার মূল থিম হলো শৈশবকে স্বর্গীয় আভায় ভরা এক সময় হিসেবে দেখা। Wordsworth বলেন, শিশুর মধ্যে “heaven lies about us in our infancy”। শৈশব মানুষকে প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক জীবনে এই দৃষ্টি ম্লান হয়ে গেলেও শৈশবের স্মৃতি চিরকালীন।

1
Updated: 1 month ago
What contrast does Wordsworth make between his youthful and mature vision in Tintern Abbey?
Created: 1 month ago
A
Physical joy vs. Spiritual insight
B
Hatred vs. Love of Nature
C
Silence vs. Noise
D
Ignorance vs. Knowledge of Science
কবি বলেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে কেবল শারীরিক আনন্দের উৎস হিসেবে উপভোগ করেছিলেন—পাহাড়ে লাফানো, নদীর ধারে দৌড়ানো ইত্যাদি। কিন্তু পরিণত বয়সে এসে তিনি বুঝলেন প্রকৃতির মধ্যে আছে নৈতিক শক্তি, ধৈর্য, আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরীয় উপস্থিতি। এই পরিবর্তন তাঁর কাব্যচিন্তার বিবর্তনকেও প্রতিফলিত করে। তাই কবিতাটি শুধু স্মৃতিচারণ নয়, বরং এক দার্শনিক উপলব্ধি।

0
Updated: 1 month ago
What final consolation does Wordsworth accept in Ode: Intimations of Immortality despite the loss of childhood vision?
Created: 2 weeks ago
A
He can still access divine truth through memory and imagination
B
He can regain childhood joy by living close to nature again
C
He can replace lost joy with intellectual growth and rational thought
D
He finds peace only in social duties and religion
Ode: Intimations of Immortality কবিতায় ওয়ার্ডসওয়ার্থ স্বীকার করেন যে শৈশবের স্বর্গীয় দৃষ্টি আর নেই। কিন্তু তিনি পুরোপুরি হতাশ হন না। তার কাছে সান্ত্বনা হলো স্মৃতি ও কল্পনা। এগুলো তাকে সেই divine truth-এর আভাস দেয়। অতীতের স্মৃতি এবং কল্পনার শক্তি মানুষকে হারানো আনন্দ আবার নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে।
যদিও স্বর্গীয় আলো সরাসরি আর চোখে দেখা যায় না, তবুও কবি বিশ্বাস করেন যে, কল্পনার মাধ্যমে মানুষ প্রকৃতির ভেতর আধ্যাত্মিক শক্তি খুঁজে পেতে পারে।

0
Updated: 2 weeks ago