A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
উত্তরের বিবরণ
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
Which feature of the Romantic period focuses on inner feelings?
Created: 1 week ago
A
Emphasis on Emotion and Imagination
B
Emphasis on Logic and Reason
C
Emphasis on Social Satire
D
Emphasis on Political Propaganda
রোমান্টিক যুগে আবেগ ও কল্পনা ছিল কবিতার মূল ভিত্তি। নব্য-শাস্ত্রীয় যুগে যুক্তি, শৃঙ্খলা ও রীতিনীতির গুরুত্ব বেশি ছিল, কিন্তু রোমান্টিক যুগে তা বদলে যায়। কবিরা বিশ্বাস করতেন, সত্যিকারের কবিতা আসে শক্তিশালী আবেগ থেকে। কল্পনা মানুষের সৃষ্টিশীলতাকে প্রসারিত করে এবং অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে। Wordsworth-এর বিখ্যাত সংজ্ঞায়ও কবিতাকে আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলা হয়েছে।

0
Updated: 1 week ago
To whom is Tintern Abbey especially addressed?
Created: 1 week ago
A
His daughter Dora
B
His friend Coleridge
C
His wife, Mary
D
His sister Dorothy
Tintern Abbey কবিতাটি মূলত Wordsworth তাঁর বোন Dorothy Wordsworth-এর উদ্দেশ্যে লিখেছেন। কবিতার শেষ অংশে তিনি Dorothy-কে বলেন, প্রকৃতির যে সৌন্দর্য তিনি অনুভব করেছেন, Dorothy-ও সেটি যেন একইভাবে উপলব্ধি করে। তিনি আশা করেন, Dorothy প্রকৃতিকে শিক্ষক, আনন্দের উৎস ও আত্মার শান্তি হিসেবে দেখবে। তাই Dorothy এই কবিতার কেন্দ্রীয় শ্রোতা ও প্রেরণা।

0
Updated: 1 week ago
Which poem by Wordsworth is famously known as “a great autobiographical epic”?
Created: 1 week ago
A
The Prelude
B
Daffodils
C
Ode to Duty
D
The Excursion
The Prelude উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ-এর দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা, যা তাঁর কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজ বলে ধরা হয়। তিনি জীবনের নানা অভিজ্ঞতা, প্রকৃতিপ্রেম, রাজনৈতিক মতাদর্শ এবং ফরাসি বিপ্লবের প্রতি দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশ করেছেন। এটি কবির অন্তর্জগতের বিকাশকে তুলে ধরে এবং ইংরেজি সাহিত্যে এক অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত। তাই একে প্রায়ই “autobiographical epic” বলা হয়।

0
Updated: 1 week ago