Which feature of the Romantic period focuses on inner feelings?
A
Emphasis on Emotion and Imagination
B
Emphasis on Logic and Reason
C
Emphasis on Social Satire
D
Emphasis on Political Propaganda
উত্তরের বিবরণ
রোমান্টিক যুগে আবেগ ও কল্পনা ছিল কবিতার মূল ভিত্তি। নব্য-শাস্ত্রীয় যুগে যুক্তি, শৃঙ্খলা ও রীতিনীতির গুরুত্ব বেশি ছিল, কিন্তু রোমান্টিক যুগে তা বদলে যায়। কবিরা বিশ্বাস করতেন, সত্যিকারের কবিতা আসে শক্তিশালী আবেগ থেকে। কল্পনা মানুষের সৃষ্টিশীলতাকে প্রসারিত করে এবং অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে। Wordsworth-এর বিখ্যাত সংজ্ঞায়ও কবিতাকে আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলা হয়েছে।

0
Updated: 1 month ago
Who wrote the following lines : "all at once I saw/a crowd, a host of golden daffodils"?
Created: 1 month ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes
Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

0
Updated: 1 month ago
“The Child is father of the Man” — this line suggests:
Created: 1 month ago
A
Childhood shapes the adult personality
B
Adults always guide children
C
Childhood is meaningless
D
Man and child are opposites
এই লাইন Wordsworth-এর বিখ্যাত ধারণা প্রকাশ করে—শৈশবই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গঠন করে। শিশু কালে যে অভিজ্ঞতা, দৃষ্টি ও আধ্যাত্মিকতা থাকে, সেগুলো বড় হয়ে মানুষের চরিত্র, চিন্তা ও আত্মাকে গড়ে তোলে। তাই শৈশবের স্মৃতি ও স্বপ্ন আসলে পরবর্তী জীবনের ভিত্তি। এটি রোমান্টিক যুগে শৈশবকে স্বর্গীয় দ্যুতির প্রতীক হিসেবে দেখার একটি মূল চিহ্ন।

0
Updated: 1 month ago
Which poem contains the famous idea that childhood is a state of divine vision?
Created: 1 month ago
A
Resolution and Independence
B
Tintern Abbey
C
Immortality Ode
D
The Solitary Reaper
Ode: Intimations of Immortality কবিতার মূল থিম হলো শৈশবকে স্বর্গীয় আভায় ভরা এক সময় হিসেবে দেখা। Wordsworth বলেন, শিশুর মধ্যে “heaven lies about us in our infancy”। শৈশব মানুষকে প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক জীবনে এই দৃষ্টি ম্লান হয়ে গেলেও শৈশবের স্মৃতি চিরকালীন।

1
Updated: 1 month ago