A
Emphasis on Emotion and Imagination
B
Emphasis on Logic and Reason
C
Emphasis on Social Satire
D
Emphasis on Political Propaganda
উত্তরের বিবরণ
রোমান্টিক যুগে আবেগ ও কল্পনা ছিল কবিতার মূল ভিত্তি। নব্য-শাস্ত্রীয় যুগে যুক্তি, শৃঙ্খলা ও রীতিনীতির গুরুত্ব বেশি ছিল, কিন্তু রোমান্টিক যুগে তা বদলে যায়। কবিরা বিশ্বাস করতেন, সত্যিকারের কবিতা আসে শক্তিশালী আবেগ থেকে। কল্পনা মানুষের সৃষ্টিশীলতাকে প্রসারিত করে এবং অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে। Wordsworth-এর বিখ্যাত সংজ্ঞায়ও কবিতাকে আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলা হয়েছে।

0
Updated: 1 week ago
The play Arms and the man is by-
Created: 3 weeks ago
A
James Joyce
B
Arthur Miller
C
Samuel Beckett
D
George Bernard Shaw
'Arms and the Man' হলো George Bernard Shaw রচিত একটি বিখ্যাত comedy। Shaw রচিত আরো কয়েকটি নাটকের নাম নিম্নরূপ-

0
Updated: 3 weeks ago
“Like a roe / I bounded o’er the mountains” — the figure of speech is:
Created: 1 week ago
A
Personification
B
Simile
C
Allusion
D
Apostrophe
এই লাইনে Wordsworth নিজের শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি হরিণশাবকের (roe) মতো পর্বতচূড়ায় লাফাতেন। এখানে “like a roe” শব্দগুচ্ছ একটি সরাসরি উপমা (simile), যেখানে কবি তাঁর শৈশবের প্রাণোচ্ছলতা ও উদ্দীপনাকে বর্ণনা করেছেন। এই simile প্রকৃতির সাথে কবির শৈশবকালীন মিলন ও আনন্দকে জীবন্ত করে তুলেছে।

0
Updated: 1 week ago
In which year was Lyrical Ballads first published?
Created: 1 week ago
A
1789
B
1798
C
1805
D
1815
Lyrical Ballads প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা বলে গণ্য হয়। এই কাব্যগ্রন্থে প্রকৃতি, সাধারণ মানুষের জীবন ও সহজ ভাষার ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে কবিতাকে অভিজাত জীবন থেকে বের করে আনা হয় এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ইংরেজি কাব্যে এক নতুন যুগের সূচনা ঘটে।

0
Updated: 1 week ago