A
Tintern Abbey
B
Kubla Khan
C
She Dwelt among the Untrodden Ways
D
Ode: Intimations of Immortality
উত্তরের বিবরণ
Wordsworth-এর “Lucy Poems” হলো কয়েকটি সংক্ষিপ্ত ও আবেগপূর্ণ কবিতা, যেখানে Lucy নামের এক তরুণীর জীবন ও মৃত্যু চিত্রিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো She Dwelt among the Untrodden Ways। এখানে তিনি এক অজানা তরুণীর প্রতি প্রেম, তাঁর অকাল মৃত্যু এবং সেই হারানোর বেদনা প্রকাশ করেছেন। এ কবিতা Wordsworth-এর আবেগময়তা, সরলতা এবং প্রকৃতিপ্রেমকে সুন্দরভাবে প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago
Who is the poet of Ode: Intimations of Immortality?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Shelley
D
Samuel Taylor Coleridge

0
Updated: 2 weeks ago
What contrast does Wordsworth make in Tintern Abbey?
Created: 1 week ago
A
Childhood vs. Old Age
B
Past joy vs. Present philosophy
C
City life vs. Country life
D
Love vs. Hatred
Wordsworth Tintern Abbey-এ নিজের দুই অভিজ্ঞতার তুলনা করেন। তরুণ বয়সে তিনি প্রকৃতিকে শুধু ইন্দ্রিয় সুখের উৎস হিসেবে দেখেছিলেন। কিন্তু কয়েক বছর পরে তিনি প্রকৃতিকে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে অনুভব করেন। অর্থাৎ অতীতের আনন্দের তুলনায় বর্তমান সময়ে তিনি প্রকৃতির মধ্যে শিক্ষা, শান্তি ও ঈশ্বরের উপস্থিতি খুঁজে পান। এই দ্বৈত অভিজ্ঞতা কবিতার মূল সৌন্দর্য।

0
Updated: 1 week ago
“The Child is father of the Man” — this line is an example of:
Created: 1 week ago
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 week ago