A
Poetry is the art of imitation
B
Poetry is the spontaneous overflow of powerful feelings
C
Poetry is the rhythmical creation of beauty
D
Poetry is a criticism of life
উত্তরের বিবরণ
Preface to Lyrical Ballads এ Wordsworth কবিতার বিখ্যাত সংজ্ঞা দেন—“Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility.” অর্থাৎ কবিতা হলো আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ, যা প্রশান্ত মনে স্মরণ করার পর আসে। এই সংজ্ঞা কবিতাকে কল্পনা ও অনুভূতির সাথে যুক্ত করে এবং রোমান্টিক যুগের মূল ধারণাকে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 1 week ago
In which year was Lyrical Ballads first published?
Created: 1 week ago
A
1789
B
1798
C
1805
D
1815
Lyrical Ballads প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা বলে গণ্য হয়। এই কাব্যগ্রন্থে প্রকৃতি, সাধারণ মানুষের জীবন ও সহজ ভাষার ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে কবিতাকে অভিজাত জীবন থেকে বের করে আনা হয় এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ইংরেজি কাব্যে এক নতুন যুগের সূচনা ঘটে।

0
Updated: 1 week ago
What lasting effect did the French Revolution have on Wordsworth?
Created: 1 week ago
A
He stopped writing poetry
B
He became a monarchist
C
He valued common people and nature more
D
He joined politics
ফরাসি বিপ্লব Wordsworth-এর কবিতায় স্থায়ী ছাপ ফেলেছিল। তিনি দেখলেন, সাধারণ মানুষই প্রকৃত সমাজের ভিত্তি। তাই তাঁর কাব্যে গ্রামীণ জীবন, কৃষক, রাখাল এবং শ্রমজীবী মানুষের গুরুত্ব বাড়ল। একই সঙ্গে তিনি প্রকৃতিকে মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করলেন। যদিও তিনি রাজনৈতিক সহিংসতা থেকে বিমুখ হন, তবে মানুষের প্রতি সহানুভূতি ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন। এভাবেই ফরাসি বিপ্লব তাঁর রোমান্টিক কাব্যধারার মূল ভিত্তি তৈরি করে।

0
Updated: 1 week ago
The poem 'The Solitary Reaper' is written by-
Created: 1 week ago
A
W. H. Auden
B
W. Wordsworth
C
W.B. Yeats
D
Ezra Pound
The Solitary Reaper
-
রচয়িতা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)
-
প্রকাশকাল: ১৮০৭
-
বাংলা অর্থ: একাকী শস্যচ্ছেদক (ফসল কাটার কাজ করা একাকী নারী)
-
কবিতার বিষয়বস্তু: কবিতায় একজন তরুণী মেয়েকে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি পরিবেশে একাকী শস্য কাটতে দেখা যায়। কাজের সঙ্গে সঙ্গে সে একটি মর্মস্পর্শী গান গুনগুনাচ্ছে, যা কবিকে গভীরভাবে ছুঁয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (1770–1850)
-
রোমান্টিক যুগের একজন বিশিষ্ট কবি।
-
প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতার জন্য তিনি পরিচিত।
-
সাধারণত “Poet of Nature” নামে খ্যাত।
-
বিখ্যাত কবিতা:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
-
উৎস: Britannica

0
Updated: 1 week ago