Which definition of poetry did Wordsworth give in the Preface to Lyrical Ballads?
A
Poetry is the art of imitation
B
Poetry is the spontaneous overflow of powerful feelings
C
Poetry is the rhythmical creation of beauty
D
Poetry is a criticism of life
উত্তরের বিবরণ
Preface to Lyrical Ballads এ Wordsworth কবিতার বিখ্যাত সংজ্ঞা দেন—“Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility.” অর্থাৎ কবিতা হলো আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ, যা প্রশান্ত মনে স্মরণ করার পর আসে। এই সংজ্ঞা কবিতাকে কল্পনা ও অনুভূতির সাথে যুক্ত করে এবং রোমান্টিক যুগের মূল ধারণাকে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 1 month ago
What lasting effect did the French Revolution have on Wordsworth?
Created: 1 month ago
A
He stopped writing poetry
B
He became a monarchist
C
He valued common people and nature more
D
He joined politics
ফরাসি বিপ্লব Wordsworth-এর কবিতায় স্থায়ী ছাপ ফেলেছিল। তিনি দেখলেন, সাধারণ মানুষই প্রকৃত সমাজের ভিত্তি। তাই তাঁর কাব্যে গ্রামীণ জীবন, কৃষক, রাখাল এবং শ্রমজীবী মানুষের গুরুত্ব বাড়ল। একই সঙ্গে তিনি প্রকৃতিকে মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করলেন। যদিও তিনি রাজনৈতিক সহিংসতা থেকে বিমুখ হন, তবে মানুষের প্রতি সহানুভূতি ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন। এভাবেই ফরাসি বিপ্লব তাঁর রোমান্টিক কাব্যধারার মূল ভিত্তি তৈরি করে।

0
Updated: 1 month ago
Which river valley is the setting of Tintern Abbey?
Created: 1 month ago
A
Thames Valley
B
Wye Valley
C
Avon Valley
D
Severn Valley
কবিতার প্রেক্ষাপট হলো ওয়েলস অঞ্চলের River Wye Valley। Wordsworth ১৭৯৮ সালে তাঁর বোনকে নিয়ে এই উপত্যকা ভ্রমণ করেন এবং সেই ভ্রমণের অভিজ্ঞতা থেকেই কবিতাটি রচিত হয়। Wye নদীর ধারে শান্ত পরিবেশ ও গ্রামীণ দৃশ্য কবিকে দার্শনিক চিন্তায় নিমগ্ন করে। প্রকৃতি এখানে শুধু দৃশ্য নয়, বরং তাঁর আধ্যাত্মিক শিক্ষক ও মানসিক নিরাময়ের উৎস। এজন্য Wye উপত্যকা কবিতার প্রাণকেন্দ্র।

0
Updated: 1 month ago
The Romantic Age in English literature began with the publication of which work?
Created: 1 month ago
A
Paradise Lost
B
Lyrical Ballads
C
The Faerie Queene
D
Rape of the Lock
ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ধরা হয় Lyrical Ballads (1798) প্রকাশের মাধ্যমে। এর আগে সাহিত্যে নব্য-শাস্ত্রীয় (Neo-classical) ধারা প্রাধান্য পেত, যেখানে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন রীতি অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, প্রকৃতি ও ব্যক্তিস্বাধীনতা গুরুত্ব পায়। Wordsworth ও Coleridge এই কাব্যগ্রন্থের মাধ্যমে নতুন ধারার কবিতা উপস্থাপন করেন। তাই সাহিত্য সমালোচকরা একে রোমান্টিক যুগের সূচনাবিন্দু মনে করেন।

0
Updated: 1 month ago