A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
উত্তরের বিবরণ
Lyrical Ballads ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন। এ বইয়ের কিছু বিখ্যাত কবিতা হলো Wordsworth-এর Tintern Abbey এবং Coleridge-এর The Rime of the Ancient Mariner। এই যৌথ প্রচেষ্টা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। Coleridge কল্পনার গভীরতা আনেন, আর Wordsworth প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনকে কেন্দ্রে আনেন। ফলে এই গ্রন্থ যুগান্তকারী হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
Which poem ends with a blessing addressed to Dorothy Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Immortality Ode
C
The Prelude
D
Daffodils
Tintern Abbey কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-র উদ্দেশ্যে প্রার্থনা করেন। তিনি চান Dorothy-ও যেন প্রকৃতির মাঝে সেই শান্তি, শক্তি ও নৈতিক শিক্ষা খুঁজে পায়, যা তিনি পেয়েছেন। এই ব্যক্তিগত আশীর্বাদ কবিতাটিকে আত্মজৈবনিক ও আবেগপূর্ণ করে তোলে। Dorothy এখানে কেবল পাঠক নন, বরং কবিতার আবেগের কেন্দ্রবিন্দু।

0
Updated: 1 week ago
Which poem contains the famous idea that childhood is a state of divine vision?
Created: 1 week ago
A
Resolution and Independence
B
Tintern Abbey
C
Immortality Ode
D
The Solitary Reaper
Ode: Intimations of Immortality কবিতার মূল থিম হলো শৈশবকে স্বর্গীয় আভায় ভরা এক সময় হিসেবে দেখা। Wordsworth বলেন, শিশুর মধ্যে “heaven lies about us in our infancy”। শৈশব মানুষকে প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক জীবনে এই দৃষ্টি ম্লান হয়ে গেলেও শৈশবের স্মৃতি চিরকালীন।

1
Updated: 1 week ago
The poem 'The Solitary Reaper' is written by-
Created: 1 week ago
A
W. H. Auden
B
W. Wordsworth
C
W.B. Yeats
D
Ezra Pound
The Solitary Reaper
-
রচয়িতা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)
-
প্রকাশকাল: ১৮০৭
-
বাংলা অর্থ: একাকী শস্যচ্ছেদক (ফসল কাটার কাজ করা একাকী নারী)
-
কবিতার বিষয়বস্তু: কবিতায় একজন তরুণী মেয়েকে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি পরিবেশে একাকী শস্য কাটতে দেখা যায়। কাজের সঙ্গে সঙ্গে সে একটি মর্মস্পর্শী গান গুনগুনাচ্ছে, যা কবিকে গভীরভাবে ছুঁয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (1770–1850)
-
রোমান্টিক যুগের একজন বিশিষ্ট কবি।
-
প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতার জন্য তিনি পরিচিত।
-
সাধারণত “Poet of Nature” নামে খ্যাত।
-
বিখ্যাত কবিতা:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
-
উৎস: Britannica

0
Updated: 1 week ago