Which poem by Wordsworth is famously known as “a great autobiographical epic”?
A
The Prelude
B
Daffodils
C
Ode to Duty
D
The Excursion
উত্তরের বিবরণ
The Prelude উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ-এর দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা, যা তাঁর কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজ বলে ধরা হয়। তিনি জীবনের নানা অভিজ্ঞতা, প্রকৃতিপ্রেম, রাজনৈতিক মতাদর্শ এবং ফরাসি বিপ্লবের প্রতি দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশ করেছেন। এটি কবির অন্তর্জগতের বিকাশকে তুলে ধরে এবং ইংরেজি সাহিত্যে এক অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত। তাই একে প্রায়ই “autobiographical epic” বলা হয়।

0
Updated: 1 month ago
Which poem reflects on childhood and memory?
Created: 2 months ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
Dover Beach
D
The Tower

0
Updated: 2 months ago
In Ode: Intimations of Immortality, what does the “celestial light” mainly represent?
Created: 2 weeks ago
A
The natural brightness of the sun in spring
B
The divine and spiritual vision of childhood
C
The imagination of poets in their youth
D
The intellectual clarity of human reason
“Celestial light” হলো Ode: Intimations of Immortality কবিতার অন্যতম মূল প্রতীক। এটি কেবল প্রাকৃতিক আলো নয়, বরং শৈশবের আধ্যাত্মিক দৃষ্টির প্রতীক। শিশু বয়সে মানুষ পৃথিবীকে divine আলোয় ভরা দেখে। প্রকৃতির প্রতিটি দৃশ্য তাদের কাছে স্বর্গীয় হয়ে ওঠে।
কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের চোখে সেই আলো ধীরে ধীরে হারিয়ে যায়। সামাজিক চিন্তা ও অভিজ্ঞতা সেই স্বর্গীয় আলোকে আড়াল করে। তাই “celestial light” হলো শৈশবের নির্দোষতা ও আধ্যাত্মিক আনন্দের প্রতীক।

0
Updated: 2 weeks ago
Which of the following is an important feature of Romantic literature?
Created: 1 month ago
A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago