A
The Prelude
B
Daffodils
C
Ode to Duty
D
The Excursion
উত্তরের বিবরণ
The Prelude উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ-এর দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা, যা তাঁর কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজ বলে ধরা হয়। তিনি জীবনের নানা অভিজ্ঞতা, প্রকৃতিপ্রেম, রাজনৈতিক মতাদর্শ এবং ফরাসি বিপ্লবের প্রতি দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশ করেছেন। এটি কবির অন্তর্জগতের বিকাশকে তুলে ধরে এবং ইংরেজি সাহিত্যে এক অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত। তাই একে প্রায়ই “autobiographical epic” বলা হয়।

0
Updated: 1 week ago
What does Wordsworth mean by the line “Our birth is but a sleep and a forgetting”?
Created: 1 week ago
A
Birth gives us scientific knowledge
B
Birth separates us from divine origin
C
Birth makes us physically strong
D
Birth ends all imagination
এই বিখ্যাত লাইনে Wordsworth বলেছেন যে জন্ম হলো আধ্যাত্মিক সত্যকে ভুলে যাওয়ার শুরু। মানুষ জন্মের আগে স্বর্গীয় আত্মা হিসেবে ঈশ্বরের কাছাকাছি থাকে। পৃথিবীতে জন্ম নিয়ে সেই স্মৃতি ঘুমিয়ে যায়, যেন আমরা আমাদের আসল উৎস ভুলে যাই। শৈশবে সেই ঈশ্বরীয় দ্যুতি কিছুটা থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তা হারিয়ে যায়। এভাবেই Wordsworth মানুষের জীবনকে আধ্যাত্মিক ভ্রমণ হিসেবে দেখিয়েছেন।

0
Updated: 1 week ago
What contrast does Wordsworth make between his youthful and mature vision in Tintern Abbey?
Created: 1 week ago
A
Physical joy vs. Spiritual insight
B
Hatred vs. Love of Nature
C
Silence vs. Noise
D
Ignorance vs. Knowledge of Science
কবি বলেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে কেবল শারীরিক আনন্দের উৎস হিসেবে উপভোগ করেছিলেন—পাহাড়ে লাফানো, নদীর ধারে দৌড়ানো ইত্যাদি। কিন্তু পরিণত বয়সে এসে তিনি বুঝলেন প্রকৃতির মধ্যে আছে নৈতিক শক্তি, ধৈর্য, আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরীয় উপস্থিতি। এই পরিবর্তন তাঁর কাব্যচিন্তার বিবর্তনকেও প্রতিফলিত করে। তাই কবিতাটি শুধু স্মৃতিচারণ নয়, বরং এক দার্শনিক উপলব্ধি।

0
Updated: 1 week ago
Which quality of Romantic poetry shows a strong connection with nature?
Created: 1 week ago
A
Love of Nature
B
Love of Wealth
C
Love of Politics
D
Love of Science
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতিপ্রেম। এই সময়ের কবিরা প্রকৃতিকে শুধু সৌন্দর্যের উৎস হিসেবে নয়, মানুষের শিক্ষক ও আত্মার নিরাময়কারী হিসেবে দেখেছেন। Wordsworth, Coleridge, Shelley প্রমুখ প্রকৃতির দৃশ্যপটকে কবিতার কেন্দ্রে এনেছেন। তাঁদের মতে, প্রকৃতি মানুষের অন্তরের সাথে কথা বলে এবং নৈতিক শিক্ষা দেয়। তাই প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রোমান্টিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago