Which of the following is not a feature of the Romantic Age?
A
Love for nature
B
Focus on imagination
C
Strict classical rules
D
Importance of individual feelings
উত্তরের বিবরণ
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিপ্রেম, কল্পনার স্বাধীনতা, ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। কবিরা প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন এবং মানুষের আবেগকে কবিতার মূল বিষয়বস্তু করেছেন। অন্যদিকে, নব্য-শাস্ত্রীয় (Neo-classical) যুগে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন ধারা মানার কড়াকড়ি ছিল। কিন্তু রোমান্টিক যুগে সেই কড়াকড়ি ভেঙে স্বাধীন প্রকাশকে মূল্য দেওয়া হয়। তাই কঠোর শাস্ত্রীয় (Classical) নিয়ম রোমান্টিক যুগের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 month ago
Where does the poet see the solitary reaper?
Created: 2 weeks ago
A
In a field of barley
B
Near a forest
C
By a river
D
On a hilltop
কবি “The Solitary Reaper” কবিতায় এক পাহাড়ি উপত্যকার মাঠে একাকী ফসল কাটতে থাকা এক যুবতীকে দেখেছিলেন। সে হাতে কাস্তে নিয়ে ধান কেটে যাচ্ছিল এবং একই সাথে গাইছিল গভীর আবেগময় একটি গান। কবি সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে থমকে দাঁড়ান এবং চারপাশে নিস্তব্ধ প্রকৃতির মাঝে শুধুই তার সুরেলা কণ্ঠস্বর ভেসে আসতে থাকে। কবির মনে হয়, কোনো পাখির গান কিংবা দূরের সুরও এত মধুর হতে পারে না। তাই সঠিক উত্তর হলো – ক) In a field of barley।
বিস্তারিত আলোচনা:
The Solitary Reaper
-
এটি William Wordsworth রচিত একটি বিখ্যাত কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে।
-
কবিতায় এক তরুণীকে দেখা যায়, যে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি এলাকায় একা ফসল কাটছিল।
-
কাজের পাশাপাশি সে গাইছিল করুন ও হৃদয়স্পর্শী গান।
-
“The Solitary Reaper” শব্দের বাংলা অর্থ হলো একাকী শস্যচ্ছেদক বা যে ফসল কাটে।
William Wordsworth
-
তিনি ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ কবি।
-
ইংরেজি সাহিত্যে Romantic Movement-এর অন্যতম প্রবর্তক।
-
১৭৯৮ সালে, Samuel Taylor Coleridge-এর সাথে যৌথভাবে প্রকাশিত Lyrical Ballads-এর মাধ্যমে ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা হয়।
-
এই কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণের (১৮০০) ভূমিকায় তিনি যে সাহিত্য-নীতিমালা তুলে ধরেন, তা ছিল ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যুগান্তকারী।
-
Wordsworth বিশ্বাস করতেন, কবিতাকে সাধারণ জীবনের ঘটনা ও সাধারণ মানুষের ভাষায় রচিত হওয়া উচিত, যাতে তা পাঠকের হৃদয়ে পৌঁছায়।
Some Notable Works
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow (Poem)
-
Lucy poems
কিছু উপাধি
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet

0
Updated: 2 weeks ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 month ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 month ago
Which poem by Wordsworth talks about nature’s beauty?
Created: 2 months ago
A
Tintern Abbey
B
The Waste Land
C
My Last Duchess
D
Andrea del Sarto

0
Updated: 2 months ago