The Romantic Age in English literature began with the publication of which work?
A
Paradise Lost
B
Lyrical Ballads
C
The Faerie Queene
D
Rape of the Lock
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ধরা হয় Lyrical Ballads (1798) প্রকাশের মাধ্যমে। এর আগে সাহিত্যে নব্য-শাস্ত্রীয় (Neo-classical) ধারা প্রাধান্য পেত, যেখানে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন রীতি অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, প্রকৃতি ও ব্যক্তিস্বাধীনতা গুরুত্ব পায়। Wordsworth ও Coleridge এই কাব্যগ্রন্থের মাধ্যমে নতুন ধারার কবিতা উপস্থাপন করেন। তাই সাহিত্য সমালোচকরা একে রোমান্টিক যুগের সূচনাবিন্দু মনে করেন।

0
Updated: 1 month ago
Who wrote the following lines: “all at once I saw/a crowd, a host of golden daffodils”?
Created: 2 months ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth এর বিখ্যাত কবিতা 'I wandered lonely as a cloud' থেকে উদ্বৃত।

1
Updated: 2 months ago
With whom did Wordsworth jointly publish Lyrical Ballads?
Created: 1 month ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Lyrical Ballads ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন। এ বইয়ের কিছু বিখ্যাত কবিতা হলো Wordsworth-এর Tintern Abbey এবং Coleridge-এর The Rime of the Ancient Mariner। এই যৌথ প্রচেষ্টা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। Coleridge কল্পনার গভীরতা আনেন, আর Wordsworth প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনকে কেন্দ্রে আনেন। ফলে এই গ্রন্থ যুগান্তকারী হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
Who is the poet of the poem The Solitary Reaper?
Created: 1 week ago
A
Lord Byron
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
Percy Bysshe Shelley
The Solitary Reaper কবিতাটি William Wordsworth রচিত একটি বিখ্যাত রোমান্টিক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে। কবিতায় একজন তরুণী স্কটিশ গ্রাম্য মেয়েকে দেখা যায়, যিনি পাহাড়ি প্রান্তরে একা ফসল কাটতে ব্যস্ত। কাজের ফাঁকে সে এক বেদনাময়, করুণ সুরে গান গাইছে, যা কবির মনে গভীর প্রভাব ফেলে। ‘The Solitary Reaper’ শব্দগুচ্ছের বাংলা অর্থ হলো ‘একাকী শস্যচ্ছেদক’ বা ‘একাকী ফসল কাটার মেয়ে’।
William Wordsworth (১৭৭০–১৮৫০) রোমান্টিক যুগের একজন বিশিষ্ট ইংরেজ কবি, যিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। তাঁর কবিতায় প্রকৃতি, মানব-আবেগ ও নিঃসঙ্গতার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পায়। ‘The Solitary Reaper’ তাঁর অন্যতম প্রসিদ্ধ রচনা।
Wordsworth-এর অন্যান্য উল্লেখযোগ্য কবিতা হলো:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy সিরিজের কবিতা

0
Updated: 1 week ago