A
Paradise Lost
B
Lyrical Ballads
C
The Faerie Queene
D
Rape of the Lock
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ধরা হয় Lyrical Ballads (1798) প্রকাশের মাধ্যমে। এর আগে সাহিত্যে নব্য-শাস্ত্রীয় (Neo-classical) ধারা প্রাধান্য পেত, যেখানে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন রীতি অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, প্রকৃতি ও ব্যক্তিস্বাধীনতা গুরুত্ব পায়। Wordsworth ও Coleridge এই কাব্যগ্রন্থের মাধ্যমে নতুন ধারার কবিতা উপস্থাপন করেন। তাই সাহিত্য সমালোচকরা একে রোমান্টিক যুগের সূচনাবিন্দু মনে করেন।

0
Updated: 1 week ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago
In which poem does Wordsworth recall his youthful excitement about the French Revolution?
Created: 1 week ago
A
The Prelude
B
Daffodils
C
Tintern Abbey
D
Ode to Duty
The Prelude একটি দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা যেখানে Wordsworth তাঁর শৈশব, কৈশোর এবং রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, কীভাবে তরুণ বয়সে ফরাসি বিপ্লব তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। বিপ্লবকে তিনি মানবমুক্তির এক নতুন সূচনা হিসেবে দেখেছিলেন। কবিতায় তিনি সেই সময়কার আনন্দ, উত্তেজনা এবং ভবিষ্যতের আশার চিত্র এঁকেছেন। তবে একই সাথে তিনি পরে হতাশার কথাও লিখেছেন, কারণ সহিংসতার কারণে তাঁর সেই আশা ভেঙে যায়।

0
Updated: 1 week ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 weeks ago