A
It introduced strict classical rules
B
It became the manifesto of Romantic poetry
C
It discussed Shakespeare’s plays
D
It promoted industrial progress
উত্তরের বিবরণ
Preface to Lyrical Ballads (1800, revised 1802) ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের ঘোষণা পত্র হিসেবে বিবেচিত হয়। এখানে Wordsworth কবিতার প্রকৃতি, উদ্দেশ্য ও ভাষা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন কবিতা হবে “the spontaneous overflow of powerful feelings” এবং সাধারণ মানুষের ভাষায় লেখা উচিত। এই প্রিফেস কবিতার নতুন ধারণা প্রচার করে, যেখানে মানবিক আবেগ, প্রকৃতি ও কল্পনার প্রাধান্য ছিল। ফলে এটি রোমান্টিক কাব্যের মূল ভিত্তি হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
William Wordsworth was inspired by which historical event?
Created: 1 week ago
A
The American Revolution
B
The French Revolution
C
The Industrial Revolution
D
The Glorious Revolution
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক যুগের কবি, যিনি ফরাসি বিপ্লব (1789-99) দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। স্বাধীনতা (Liberty), সমতা (Equality) ও ভ্রাতৃত্বের (Fraternity) নতুন স্লোগান তাঁকে আকর্ষণ করেছিল। তরুণ বয়সে তিনি ফ্রান্স ভ্রমণ করেন এবং বিপ্লবীদের সংগ্রামের প্রতি সহানুভূতি দেখান। তাঁর কবিতায় মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং নতুন আশার প্রতিফলন দেখা যায়। যদিও পরে বিপ্লবের সহিংসতা তাঁকে হতাশ করে, তবুও এর প্রাথমিক প্রভাব তাঁর চিন্তাধারাকে চিরস্থায়ীভাবে সমৃদ্ধ করেছে।

0
Updated: 1 week ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago
“The Child is father of the Man” — this line is an example of:
Created: 1 week ago
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 week ago