What is the significance of the “Preface to Lyrical Ballads”?
A
It introduced strict classical rules
B
It became the manifesto of Romantic poetry
C
It discussed Shakespeare’s plays
D
It promoted industrial progress
উত্তরের বিবরণ
Preface to Lyrical Ballads (1800, revised 1802) ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের ঘোষণা পত্র হিসেবে বিবেচিত হয়। এখানে Wordsworth কবিতার প্রকৃতি, উদ্দেশ্য ও ভাষা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন কবিতা হবে “the spontaneous overflow of powerful feelings” এবং সাধারণ মানুষের ভাষায় লেখা উচিত। এই প্রিফেস কবিতার নতুন ধারণা প্রচার করে, যেখানে মানবিক আবেগ, প্রকৃতি ও কল্পনার প্রাধান্য ছিল। ফলে এটি রোমান্টিক কাব্যের মূল ভিত্তি হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
“Like a roe / I bounded o’er the mountains” — the figure of speech is:
Created: 1 month ago
A
Personification
B
Simile
C
Allusion
D
Apostrophe
এই লাইনে Wordsworth নিজের শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি হরিণশাবকের (roe) মতো পর্বতচূড়ায় লাফাতেন। এখানে “like a roe” শব্দগুচ্ছ একটি সরাসরি উপমা (simile), যেখানে কবি তাঁর শৈশবের প্রাণোচ্ছলতা ও উদ্দীপনাকে বর্ণনা করেছেন। এই simile প্রকৃতির সাথে কবির শৈশবকালীন মিলন ও আনন্দকে জীবন্ত করে তুলেছে।

0
Updated: 1 month ago
What does Wordsworth call the memories of his earlier visits to nature?
Created: 2 weeks ago
A
“Bliss of solitude”
B
“Faint recollections”
C
“An appetite”
D
“Splendour in the grass”
Wordsworth-এর I Wandered Lonely as a Cloud কবিতায় তিনি প্রকৃতির সঙ্গে অতীতের সংযোগ ও স্মৃতিকে “bliss of solitude” হিসেবে উল্লেখ করেছেন। কবিতার শেষ স্তবকে দেখা যায় যে, দাফোডিল ফুলের স্মৃতি তাঁর মনে নীরব ও ধ্যানমগ্ন মুহূর্তে উদ্ভূত হয়।
-
কবিতার উদ্ধৃত লাইন:
“For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;” -
এই স্মৃতি Wordsworth-এর জন্য গভীর, শান্ত আনন্দ নিয়ে আসে, যেন তিনি আবারও দাফোডিলের সঙ্গে নাচছেন।
-
“Bliss of solitude” বলতে বোঝানো হয়েছে যে, এই আনন্দ সম্পূর্ণ ব্যক্তিগত ও অন্তর্নিহিত, যা কোনো বহির্মুখী উৎস বা সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে সম্পর্কিত নয়।
-
স্মৃতির এই প্রভাব তাঁর আভ্যন্তরীণ শান্তি ও সুখ বাড়ায়, যা প্রকৃতির সঙ্গে পূর্ববর্তী সংযোগের ফলস্বরূপ।
-
Wordsworth দেখিয়েছেন যে প্রকৃতির সৌন্দর্যের স্মৃতি মানুষের মনকে স্থায়ী সুখ ও নীরব আনন্দ দিতে পারে, যা সময় ও পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও অটুট থাকে।
-
এটি প্রকৃতির সঙ্গে মানুষের আধ্যাত্মিক ও মানসিক সম্পর্কের স্থায়ী শক্তিকেও প্রতিফলিত করে।

0
Updated: 2 weeks ago
The famous play The Borderers was written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
William Wordsworth
C
Ernest Hemingway
D
P.B. Shelley
The Borderers
-
লেখক: William Wordsworth
-
ধরন: নাটক / Tragedy
-
লিখিত সাল: ১৮৯৬-৯৭ (ফ্রান্স থেকে ফিরে আসার পর)
-
প্রকাশিত সাল: ১৮৪২
-
ভাষা ও ধরণ: Blank Verse, ৫টি Acts
-
মূল বিষয়: মানব প্রকৃতি, যা মানুষকে পাপ ও অপরাধের পথে নিয়ে যায়।
-
প্রভাব: French Revolution-এর বাস্তব অভিজ্ঞতা নাটকে প্রতিফলিত।
William Wordsworth
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
পদ: Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
বিশেষণ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael
-
-
গুরুত্বপূর্ণ অবদান:
-
Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা)
-
Romantic Age-এর সূচনাকারী; তাকে “The Father of Romantic Age” বলা হয়।
-
Source: Britannica

0
Updated: 1 month ago