A
আরামপ্রিয়
B
উদাসীন
C
নিতান্ত অলস
D
পরমুখাপেক্ষী
উত্তরের বিবরণ
• 'গোঁফ খেজুরে' বাগ্ধারার অর্থ - নিতান্ত অলস।
গুরত্বপূর্ণ বাগ্ধারা সমূহ:
- ‘ইঁদুর কপালে’ অর্থ - মন্দভাগ্য।
- ‘অদৃষ্টের পরিহাস’ অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ অর্থ - কু-প্রভাব।
- ‘ভূষণ্ডির কাক’ অর্থ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।
- ‘খয়ের খাঁ’ অর্থ - চাটুকার।
- 'তামার বিষ' বাগ্ধারাটির অর্থ - অর্থের কুপ্রভাব।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago