কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
A
১৯৫১
B
১৯৬১
C
১৯৭১
D
১৯৮১
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম ও পরিচয়
রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর খ্যাতনামা ঠাকুর পরিবারে। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক— প্রকৃত অর্থেই এক বহুমাত্রিক প্রতিভা।
প্রথম সাহিত্যপ্রকাশ ও নোবেল প্রাপ্তি
শৈশবেই তাঁর সাহিত্যপ্রতিভার প্রকাশ ঘটে। মাত্র ১৫ বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’ প্রকাশিত হয়। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাঁকে শুধু বাংলা সাহিত্যে নয়, সমগ্র এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়।
মৃত্যু
১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) জোড়াসাঁকোর নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
১৫০তম জন্মবার্ষিকী
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয় ২০১১ সালে—not ১৯৬১ সালে।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
উপন্যাস:
-
চোখের বালি
-
গোরা
-
যোগাযোগ
-
শেষের কবিতা
-
চতুরঙ্গ
-
চার অধ্যায়
-
ঘরে-বাইরে
কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপুট
-
সেঁজুতি
-
শেষ লেখা
নাটক:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকরবী
-
তাসের দেশ
প্রবন্ধগ্রন্থ:
-
পঞ্চভূত
-
বিচিত্রপ্রবন্ধ
-
সাহিত্য
-
মানুষের ধর্ম
-
কালান্তর
-
সভ্যতার সংকট
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া
0
Updated: 5 months ago
বিহারীলাল চক্রবর্তীকে “ভোরের পাখি” নামে কে আখ্যায়িত করেছেন?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
জীবনানন্দ দাশ
C
কাজী নজরুল ইসলাম
D
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর “ভোরের পাখি” নামে আখ্যায়িত করেছেন। তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
-
বিহারীলাল চক্রবর্তী:
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা।
-
বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা হিসেবে পরিচিত।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সারদা মঙ্গল কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ বলে অভিহিত করেন।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল
-
শেষ কাব্যগ্রন্থ: সাধের আসন, যা সারদা মঙ্গল কাব্যের পরিশিষ্ট।
-
মৃত্যু: ২৪ মে ১৮৯৪।
-
-
কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীত শতক
-
বন্ধু-বিয়োগ
-
প্রেম প্রবাহিণী
-
নিসর্গ সন্দর্শন
-
বঙ্গসুন্দরী (সার্থক গীতিকবিতা)
-
সারদা মঙ্গল
-
-
সম্পাদিত পত্রিকা:
-
পূর্ণিমা
-
সাহিত্য সংক্রান্তি
-
অবোধ বন্ধু
-
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে রচিত প্রথম কাব্য কোনটি?
Created: 3 weeks ago
A
মানসী
B
শেষলেখা
C
পুনশ্চ
D
বলাকা
‘পুনশ্চ’ কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি, যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রকাশিত হয় ১৯৩২ সালে। এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ, যা বাংলা কবিতায় এক নতুন ধারার সূচনা করে। কাব্যটিতে কবি গদ্যভাষার সহজতা ও কবিতার গভীর ভাবনাকে একত্রিত করেছেন, ফলে এর মাধ্যমে বাংলা সাহিত্যে গদ্য কবিতার স্বতন্ত্র ও অসংকোচ প্রতিষ্ঠা ঘটে। রবীন্দ্রনাথের কাব্যের ইতিহাসে এবং আধুনিক বাংলা কবিতার বিকাশে এর ভূমিকা ছিল অত্যন্ত বৈপ্লবিক ও প্রভাবশালী।
এই কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো—
-
ছেলেটা
-
শেষ চিঠি
-
ক্যামেলিয়া
-
সাধারণ মেয়ে
-
বাঁশি
-
খ্যাতি
-
‘পুনশ্চ’ কাব্যে কবি মানবজীবনের বাস্তবতা, প্রেম, বেদনা, সমাজচেতনা ও অন্তর্লৌকিক অনুভূতিকে নতুন ভাষা ও ছন্দে প্রকাশ করেছেন।
-
এই গ্রন্থের মাধ্যমে রবীন্দ্রনাথ প্রমাণ করেন যে কবিতা শুধু মাত্র ছন্দবদ্ধ শব্দসমষ্টি নয়, বরং ভাবের সৃজনশীল প্রকাশও হতে পারে।
-
এর গদ্যছন্দ পাঠকদের কাছে প্রাঞ্জল, সঙ্গত ও হৃদয়গ্রাহী হিসেবে প্রতিভাত হয়েছে।
-
বাংলা সাহিত্যে গদ্য কবিতার পরবর্তী বিকাশে ‘পুনশ্চ’ ছিল পথপ্রদর্শক, যা পরবর্তী কবিদের লেখায় গভীর প্রভাব ফেলে।
0
Updated: 3 weeks ago
"গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।" পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
Created: 1 month ago
A
সোনার তরী
B
প্রাণ
C
নির্ঝরের স্বপ্নভঙ্গ
D
বর্ষাযাপন
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নামকবিতা ‘সোনার তরী’। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেখানে অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত। কবি এই কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই গ্রন্থের কিছু কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago