A
1789
B
1798
C
1805
D
1815
উত্তরের বিবরণ
Lyrical Ballads প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা বলে গণ্য হয়। এই কাব্যগ্রন্থে প্রকৃতি, সাধারণ মানুষের জীবন ও সহজ ভাষার ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে কবিতাকে অভিজাত জীবন থেকে বের করে আনা হয় এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ইংরেজি কাব্যে এক নতুন যুগের সূচনা ঘটে।

0
Updated: 1 week ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 weeks ago
“The Child is father of the Man” — this line is an example of:
Created: 1 week ago
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 week ago
Which natural image first reminds the poet of lost childhood vision?
Created: 1 week ago
A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।

1
Updated: 1 week ago