In which year was Lyrical Ballads first published?
A
1789
B
1798
C
1805
D
1815
উত্তরের বিবরণ
Lyrical Ballads প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা বলে গণ্য হয়। এই কাব্যগ্রন্থে প্রকৃতি, সাধারণ মানুষের জীবন ও সহজ ভাষার ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে কবিতাকে অভিজাত জীবন থেকে বের করে আনা হয় এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ইংরেজি কাব্যে এক নতুন যুগের সূচনা ঘটে।

0
Updated: 1 month ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 1 month ago
Why did Wordsworth later become disillusioned with the French Revolution?
Created: 1 month ago
A
He disliked democracy
B
He lost faith in poetry
C
The Revolution turned violent
D
He moved to America
প্রথমে Wordsworth বিপ্লবকে মানবতার বিজয় বলে স্বাগত জানালেও পরে তিনি এর ভয়াবহ দিক প্রত্যক্ষ করেন। “Reign of Terror” সময়ে বিপ্লবীরা গিলোটিনে হাজারো মানুষ হত্যা করে। স্বাধীনতার নামে চলা এই সহিংসতা তাঁকে ভীষণভাবে আঘাত করে। তিনি উপলব্ধি করেন যে, যে আন্দোলন মানবতার জন্য আশার আলো ছিল, তা এক সময় ভয়ের প্রতীকে পরিণত হয়েছে। ফলে Wordsworth রাজনীতি থেকে সরে এসে কবিতায় প্রকৃতি, নৈতিকতা ও মানবিকতার দিকে মনোযোগ দেন।

0
Updated: 1 month ago
The famous poem "London, 1802" was written by -
Created: 3 weeks ago
A
W.B. Yeats
B
William Blake
C
William Wordsworth
D
T.S. Eliot
“London, 1802” কবিতাটি William Wordsworth রচিত এবং এটি ১৮০২ সালে তিনি ফ্রান্স থেকে লন্ডনে ফিরে আসার পর রচনা করেছিলেন। কবিতায় Wordsworth মৃত কবি John Milton এর আত্মাকে সম্বোধন করে বলেন যে ইতিহাসের এই মুহুর্তে ইংল্যান্ডকে তার উপস্থিতি প্রয়োজন। কবিতায় সমাজের মূল্যবোধের অবনতি চিত্রিত হয়েছে এবং বক্তা আশা প্রকাশ করেছেন Milton ইংল্যান্ডকে তার প্রাচীন মহিমায় ফিরিয়ে আনবেন।
• London, 1802:
-
কবিতায় মৃত কবি John Milton-এর আত্মাকে সম্বোধন করা হয়েছে।
-
১৮০২ সালে ফ্রান্স থেকে লন্ডনে ফিরে এসে কবিতাটি রচনা করা হয়।
-
কবিতায় সমাজের মূল্যবোধের অবনতির চিত্রায়ণ এবং Milton-এর মাধ্যমে ইংল্যান্ডকে পুনঃস্থাপনের আশা ফুটে উঠেছে।
• William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
পরিচিতি: 'Poet of Nature'
-
Lake Poet নামে পরিচিত, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছেন।
• বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael ইত্যাদি
• উল্লেখযোগ্য:
-
William Wordsworth এবং William Blake দুজনেরই ‘London’ নামে কবিতা রয়েছে।
-
Wordsworth-এর কবিতার নাম London 1802, আর Blake-এর কবিতার নাম London।
-
উভয় কবিতার বিষয়বস্তু প্রায় একই, তবে লেখকের দৃষ্টিভঙ্গি ভিন্ন।

0
Updated: 3 weeks ago