A
Poet of Nature
B
Bard of Avon
C
Poet of the People
D
National Poet of England
উত্তরের বিবরণ
Wordsworth-কে “Poet of Nature” বলা হয় কারণ তাঁর কবিতার মূল অনুপ্রেরণা ছিল প্রকৃতি। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি মানুষের শিক্ষক, পথপ্রদর্শক ও আত্মার শান্তির উৎস। তাঁর কবিতায় পাহাড়, নদী, মাঠ, গ্রাম্য জীবন ও প্রকৃতির সৌন্দর্য গভীরভাবে ফুটে ওঠে। Wordsworth মনে করতেন প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মানুষ সত্যিকারের মানবিকতা ও নৈতিকতা খুঁজে পায়। তাই তাঁকে প্রকৃতির কবি বলা হয়।

0
Updated: 1 week ago
Which poem by Wordsworth talks about nature’s beauty?
Created: 4 weeks ago
A
Tintern Abbey
B
The Waste Land
C
My Last Duchess
D
Andrea del Sarto

0
Updated: 4 weeks ago
Which of the following is not a feature of the Romantic Age?
Created: 1 week ago
A
Love for nature
B
Focus on imagination
C
Strict classical rules
D
Importance of individual feelings
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিপ্রেম, কল্পনার স্বাধীনতা, ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। কবিরা প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন এবং মানুষের আবেগকে কবিতার মূল বিষয়বস্তু করেছেন। অন্যদিকে, নব্য-শাস্ত্রীয় (Neo-classical) যুগে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন ধারা মানার কড়াকড়ি ছিল। কিন্তু রোমান্টিক যুগে সেই কড়াকড়ি ভেঙে স্বাধীন প্রকাশকে মূল্য দেওয়া হয়। তাই কঠোর শাস্ত্রীয় (Classical) নিয়ম রোমান্টিক যুগের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 week ago
Which quality of Romantic poetry shows a strong connection with nature?
Created: 1 week ago
A
Love of Nature
B
Love of Wealth
C
Love of Politics
D
Love of Science
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতিপ্রেম। এই সময়ের কবিরা প্রকৃতিকে শুধু সৌন্দর্যের উৎস হিসেবে নয়, মানুষের শিক্ষক ও আত্মার নিরাময়কারী হিসেবে দেখেছেন। Wordsworth, Coleridge, Shelley প্রমুখ প্রকৃতির দৃশ্যপটকে কবিতার কেন্দ্রে এনেছেন। তাঁদের মতে, প্রকৃতি মানুষের অন্তরের সাথে কথা বলে এবং নৈতিক শিক্ষা দেয়। তাই প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রোমান্টিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago