A
He stopped writing poetry
B
He became a monarchist
C
He valued common people and nature more
D
He joined politics
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব Wordsworth-এর কবিতায় স্থায়ী ছাপ ফেলেছিল। তিনি দেখলেন, সাধারণ মানুষই প্রকৃত সমাজের ভিত্তি। তাই তাঁর কাব্যে গ্রামীণ জীবন, কৃষক, রাখাল এবং শ্রমজীবী মানুষের গুরুত্ব বাড়ল। একই সঙ্গে তিনি প্রকৃতিকে মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করলেন। যদিও তিনি রাজনৈতিক সহিংসতা থেকে বিমুখ হন, তবে মানুষের প্রতি সহানুভূতি ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন। এভাবেই ফরাসি বিপ্লব তাঁর রোমান্টিক কাব্যধারার মূল ভিত্তি তৈরি করে।

0
Updated: 1 week ago
“Shades of the prison-house begin to close / Upon the growing Boy” — here, “prison-house” is an example of:
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Irony
“Prison-house” শব্দটি রূপক (metaphor)। Wordsworth এখানে বোঝাতে চেয়েছেন, বড় হওয়ার সাথে সাথে শৈশবের স্বর্গীয় আলো ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং জীবন মানুষকে এক সীমাবদ্ধতার মধ্যে আটকে ফেলে। এই “prison-house” বাস্তব কারাগার নয়, বরং প্রতীকীভাবে অভিজ্ঞতা, দায়িত্ব আর বস্তুবাদী জীবনের চাপকে বোঝায়। রূপকটি কবিতার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করেছে।

0
Updated: 1 week ago
In which year was Tintern Abbey composed?
Created: 1 week ago
A
1805
B
1798
C
1815
D
1789
Lines Composed a Few Miles above Tintern Abbey ১৭৯৮ সালে লেখা হয় এবং Lyrical Ballads-এর শেষ কবিতা হিসেবে প্রকাশিত হয়। এটি Wordsworth-এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা, যেখানে তিনি প্রকৃতির প্রতি তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। ১৭৯৩ সালের পর পাঁচ বছর বাদে তিনি আবার টিন্টার্ন অ্যাবে এলাকায় ফিরে আসেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে দেখেন। তাই এই কবিতা রোমান্টিক কবিতার এক গুরুত্বপূর্ণ দলিল।

0
Updated: 1 week ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago