What lasting effect did the French Revolution have on Wordsworth?
A
He stopped writing poetry
B
He became a monarchist
C
He valued common people and nature more
D
He joined politics
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব Wordsworth-এর কবিতায় স্থায়ী ছাপ ফেলেছিল। তিনি দেখলেন, সাধারণ মানুষই প্রকৃত সমাজের ভিত্তি। তাই তাঁর কাব্যে গ্রামীণ জীবন, কৃষক, রাখাল এবং শ্রমজীবী মানুষের গুরুত্ব বাড়ল। একই সঙ্গে তিনি প্রকৃতিকে মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করলেন। যদিও তিনি রাজনৈতিক সহিংসতা থেকে বিমুখ হন, তবে মানুষের প্রতি সহানুভূতি ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন। এভাবেই ফরাসি বিপ্লব তাঁর রোমান্টিক কাব্যধারার মূল ভিত্তি তৈরি করে।

0
Updated: 1 month ago
Why did Wordsworth later become disillusioned with the French Revolution?
Created: 1 month ago
A
He disliked democracy
B
He lost faith in poetry
C
The Revolution turned violent
D
He moved to America
প্রথমে Wordsworth বিপ্লবকে মানবতার বিজয় বলে স্বাগত জানালেও পরে তিনি এর ভয়াবহ দিক প্রত্যক্ষ করেন। “Reign of Terror” সময়ে বিপ্লবীরা গিলোটিনে হাজারো মানুষ হত্যা করে। স্বাধীনতার নামে চলা এই সহিংসতা তাঁকে ভীষণভাবে আঘাত করে। তিনি উপলব্ধি করেন যে, যে আন্দোলন মানবতার জন্য আশার আলো ছিল, তা এক সময় ভয়ের প্রতীকে পরিণত হয়েছে। ফলে Wordsworth রাজনীতি থেকে সরে এসে কবিতায় প্রকৃতি, নৈতিকতা ও মানবিকতার দিকে মনোযোগ দেন।

0
Updated: 1 month ago
In Tintern Abbey, what does Wordsworth call Nature?
Created: 1 month ago
A
The nurse, guide, and guardian of his heart
B
The destroyer of human joy
C
The symbol of political freedom
D
The shadow of lost childhood
Wordsworth প্রকৃতিকে জীবন্ত অভিভাবকের মতো দেখেছেন। তিনি বলেন, প্রকৃতি তাঁকে মানসিক শান্তি, নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক শক্তি দিয়েছে। এজন্য তিনি একে nurse, guide, guardian বলেছেন।

0
Updated: 1 month ago
What is the central theme of the poem “Ode: Intimations of Immortality”?
Created: 1 week ago
A
The passage of time and loss of childhood innocence
B
The beauty of the natural world
C
The importance of religious devotion
D
The struggles of human labor
Wordsworth তাঁর কবিতায় শৈশব ও প্রাপ্তবয়স্ক জীবনের মধ্যে এক গভীর বৈপরীত্য তুলে ধরেছেন। শৈশবে পৃথিবীকে দেখার দৃষ্টি ভরা থাকে একধরনের “celestial light” ও “visionary gleam”, যা বয়স বাড়ার সাথে সাথে ম্লান হয়ে যায়। প্রাপ্তবয়স্ক মানুষ ধীরে ধীরে custom এবং পার্থিব জীবনের বোঝায় আচ্ছন্ন হয়ে সেই আধ্যাত্মিক দৃষ্টি হারিয়ে ফেলে। তবে কবি কেবল ক্ষতি নিয়েই থেমে থাকেননি, বরং তিনি স্মৃতির শক্তি ও দার্শনিক মানসিকতার মধ্যে এক ধরনের সান্ত্বনা খুঁজে পান। তাঁর মতে, অতীতের শৈশব-নির্মলতার স্মৃতি এখনও শক্তি ও প্রশান্তি এনে দিতে পারে। কবিতায় আরও বলা হয়েছে আত্মার অমরত্বের কথা, যেখানে আত্মা জন্মের আগে এক দিব্য উৎস থেকে এসেছে। শিশুর সেই স্বচ্ছ ও পবিত্র দৃষ্টি এই অমর আত্মার আভাস, যা বয়সের সাথে সাথে ক্ষীণ হয়ে যায়। যদিও কবিতায় প্রকৃতির সৌন্দর্যের উল্লেখ আছে, সেটি মূলত এই উপলব্ধির সাথে যুক্ত যে শিশু ও প্রাপ্তবয়স্ক প্রকৃতিকে ভিন্নভাবে দেখে। আসল বার্তা হলো সময়ের পরিবর্তন এবং সেই সাথে ঈশ্বরীয় নিষ্পাপ সংযোগ হারানোর বেদনাদায়ক সত্য।
-
শৈশবকে একধরনের আধ্যাত্মিক স্বর্গীয় অবস্থার প্রতিফলন হিসেবে দেখানো হয়েছে।
-
বয়স বাড়ার সাথে সাথে বাস্তবতার চাপ, রীতিনীতি এবং দৈনন্দিন দায়িত্ব মানুষকে সেই নির্মল দৃষ্টি থেকে দূরে সরিয়ে দেয়।
-
স্মৃতি অতীতের সাথে সংযোগ তৈরি করে এবং সেই সংযোগ বর্তমান জীবনে সান্ত্বনা ও শক্তি জোগায়।
-
Philosophic mind মানুষকে গভীরতর প্রজ্ঞা ও উপলব্ধি দেয়, যা শৈশবের সরল আনন্দ হারানোর ক্ষতিকে আংশিকভাবে পূরণ করে।
-
আত্মার অমরত্বের ধারণা কবিতার একটি কেন্দ্রীয় দিক, যা মানব জীবনের সীমাবদ্ধতার বাইরে গিয়ে এক চিরন্তন অস্তিত্বের ইঙ্গিত দেয়।
-
প্রকৃতির সৌন্দর্য কবির কাছে শুধু বাহ্যিক দৃশ্য নয়, বরং আত্মা ও ঈশ্বরীয় উৎসের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম।

0
Updated: 1 week ago