A
Wealth and luxury
B
Liberty, Equality, Fraternity
C
Power of monarchy
D
Industrial growth
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। Wordsworth মনে করেছিলেন, এই আদর্শ মানবজাতিকে নতুন মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। একজন রোমান্টিক কবি হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাই এই তিনটি নীতি তাঁকে গভীরভাবে আকর্ষণ করে। তাঁর অনেক কবিতায় মানবিক সমতা ও ভ্রাতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। বিপ্লবের রক্তপাত তাঁকে হতাশ করলেও এর মূল আদর্শ তাঁর কাব্যে জীবন্ত থেকেছে।

0
Updated: 1 week ago
Who among the following writers is not a Nobel Laureate?
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
Toni Morrison
C
Graham Greene
D
William Faulkner
(ক)
T.S. Eliot (1888-1965)- 1948
(খ)Toni
Morrison (1931-2019)- 1993
(গ)Grahame Greene (1904-1991)- কখনো নোবেল পুরস্কার পান নি; ১৯৭৪ সালে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি তা প্রত্যাখান করেন।(ঘ)William Faulkner (1897-1962)

1
Updated: 3 weeks ago
“Heaven lies about us in our infancy” — this is an example of:
Created: 1 week ago
A
Hyperbole
B
Personification
C
Paradox
D
Apostrophe
“Heaven lies about us” একটি paradox কারণ স্বর্গ প্রকৃতপক্ষে পৃথিবীতে নয়, তবে কবি বলেন শিশুকালে স্বর্গ যেন আমাদের চারপাশে ছড়িয়ে থাকে। এখানে বিরোধাভাস ব্যবহার করে Wordsworth দেখিয়েছেন, শিশুর চোখে পৃথিবী স্বর্গীয় আলোয় ভরা মনে হয়। এই paradox শৈশবের বিশেষ আধ্যাত্মিক দৃষ্টি বোঝাতে ব্যবহৃত হয়েছে। এটি কবিতার দার্শনিক গভীরতাকে বাড়িয়ে তোলে।

0
Updated: 1 week ago
Which of the following is not a feature of the Romantic Age?
Created: 1 week ago
A
Love for nature
B
Focus on imagination
C
Strict classical rules
D
Importance of individual feelings
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিপ্রেম, কল্পনার স্বাধীনতা, ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। কবিরা প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন এবং মানুষের আবেগকে কবিতার মূল বিষয়বস্তু করেছেন। অন্যদিকে, নব্য-শাস্ত্রীয় (Neo-classical) যুগে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন ধারা মানার কড়াকড়ি ছিল। কিন্তু রোমান্টিক যুগে সেই কড়াকড়ি ভেঙে স্বাধীন প্রকাশকে মূল্য দেওয়া হয়। তাই কঠোর শাস্ত্রীয় (Classical) নিয়ম রোমান্টিক যুগের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 week ago