In Tintern Abbey, how does Wordsworth contrast his past and present experience of Nature?
A
Past = Political knowledge, Present = Military pride
B
Past = Sensory joy, Present = Spiritual insight
C
Past = Fear of Nature, Present = Dislike of Nature
D
Past = Silence, Present = Indifference
উত্তরের বিবরণ
Tintern Abbey-তে Wordsworth স্বীকার করেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে শুধু ইন্দ্রিয় সুখের উৎস মনে করতেন। কিন্তু কয়েক বছর পরে তিনি প্রকৃতিকে গভীর নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখেন। অতীতের সরল আনন্দ আর বর্তমানের দার্শনিক উপলব্ধি—এই বৈপরীত্য কবিতার মূল কাঠামো। এটি মানুষ ও প্রকৃতির সম্পর্কের বিবর্তনকে বোঝায়।

0
Updated: 1 month ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 1 month ago
What contrast does Wordsworth make between his youthful and mature vision in Tintern Abbey?
Created: 1 month ago
A
Physical joy vs. Spiritual insight
B
Hatred vs. Love of Nature
C
Silence vs. Noise
D
Ignorance vs. Knowledge of Science
কবি বলেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে কেবল শারীরিক আনন্দের উৎস হিসেবে উপভোগ করেছিলেন—পাহাড়ে লাফানো, নদীর ধারে দৌড়ানো ইত্যাদি। কিন্তু পরিণত বয়সে এসে তিনি বুঝলেন প্রকৃতির মধ্যে আছে নৈতিক শক্তি, ধৈর্য, আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরীয় উপস্থিতি। এই পরিবর্তন তাঁর কাব্যচিন্তার বিবর্তনকেও প্রতিফলিত করে। তাই কবিতাটি শুধু স্মৃতিচারণ নয়, বরং এক দার্শনিক উপলব্ধি।

0
Updated: 1 month ago
What lasting effect did the French Revolution have on Wordsworth?
Created: 1 month ago
A
He stopped writing poetry
B
He became a monarchist
C
He valued common people and nature more
D
He joined politics
ফরাসি বিপ্লব Wordsworth-এর কবিতায় স্থায়ী ছাপ ফেলেছিল। তিনি দেখলেন, সাধারণ মানুষই প্রকৃত সমাজের ভিত্তি। তাই তাঁর কাব্যে গ্রামীণ জীবন, কৃষক, রাখাল এবং শ্রমজীবী মানুষের গুরুত্ব বাড়ল। একই সঙ্গে তিনি প্রকৃতিকে মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করলেন। যদিও তিনি রাজনৈতিক সহিংসতা থেকে বিমুখ হন, তবে মানুষের প্রতি সহানুভূতি ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন। এভাবেই ফরাসি বিপ্লব তাঁর রোমান্টিক কাব্যধারার মূল ভিত্তি তৈরি করে।

0
Updated: 1 month ago