A
Celebration of Industrial Revolution
B
Loss of childhood’s spiritual vision
C
Satire on urban society
D
Heroic deeds in war
উত্তরের বিবরণ
এই ওডে Wordsworth বলেন, শিশু অবস্থায় মানুষ প্রকৃতির ভেতর ঈশ্বরীয় মহিমা দেখতে পায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। এটি কবিতার কেন্দ্রীয় থিম—শৈশবের আভা হারানো। তবে কবি শেষে প্রকৃতি ও স্মৃতির মাধ্যমে সান্ত্বনা খুঁজে পান। এই হারানো ও পুনরুদ্ধারের দ্বৈত অভিজ্ঞতাই কবিতার মূল ভাব।

0
Updated: 1 week ago
What does Wordsworth mean by the line “Our birth is but a sleep and a forgetting”?
Created: 1 week ago
A
Birth gives us scientific knowledge
B
Birth separates us from divine origin
C
Birth makes us physically strong
D
Birth ends all imagination
এই বিখ্যাত লাইনে Wordsworth বলেছেন যে জন্ম হলো আধ্যাত্মিক সত্যকে ভুলে যাওয়ার শুরু। মানুষ জন্মের আগে স্বর্গীয় আত্মা হিসেবে ঈশ্বরের কাছাকাছি থাকে। পৃথিবীতে জন্ম নিয়ে সেই স্মৃতি ঘুমিয়ে যায়, যেন আমরা আমাদের আসল উৎস ভুলে যাই। শৈশবে সেই ঈশ্বরীয় দ্যুতি কিছুটা থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তা হারিয়ে যায়। এভাবেই Wordsworth মানুষের জীবনকে আধ্যাত্মিক ভ্রমণ হিসেবে দেখিয়েছেন।

0
Updated: 1 week ago
The most famous romantic poet of English literature is –
Created: 3 weeks ago
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
১৭৯৮ সালে Oscar Wilde-এর Art for Art's Sake স্লোগান নিয়ে William Wordsworth & S. T. Coleridge রচিত Preface to Lyrical Ballads প্রকাশের মাধ্যমে Romantic Age-এর যাত্রা শুরু হয়। ১৭৯৮ সালে প্রকাশিত Lyrical Ballads-এ মোট কবিতা রয়েছে ২৩টি। যার মধ্যে ১৯টি Wordsworth-এর এবং বাকি ৪টি S. T. Coleridge-এর। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন- • William Wordsworth • S. T. Coleridge • Lord Byron • P.B. Shelly • John Keats • Jane Austen • Charles Lamb • Alexander Pushkin

0
Updated: 3 weeks ago
What contrast does Wordsworth make between his youthful and mature vision in Tintern Abbey?
Created: 1 week ago
A
Physical joy vs. Spiritual insight
B
Hatred vs. Love of Nature
C
Silence vs. Noise
D
Ignorance vs. Knowledge of Science
কবি বলেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে কেবল শারীরিক আনন্দের উৎস হিসেবে উপভোগ করেছিলেন—পাহাড়ে লাফানো, নদীর ধারে দৌড়ানো ইত্যাদি। কিন্তু পরিণত বয়সে এসে তিনি বুঝলেন প্রকৃতির মধ্যে আছে নৈতিক শক্তি, ধৈর্য, আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরীয় উপস্থিতি। এই পরিবর্তন তাঁর কাব্যচিন্তার বিবর্তনকেও প্রতিফলিত করে। তাই কবিতাটি শুধু স্মৃতিচারণ নয়, বরং এক দার্শনিক উপলব্ধি।

0
Updated: 1 week ago