A
The healing and moral power of Nature
B
The political failure of the French Revolution
C
The glory of aristocratic life
D
The material progress of society
উত্তরের বিবরণ
Tintern Abbey কবিতার প্রধান থিম হলো প্রকৃতির নিরাময়কারী শক্তি। Wordsworth বলেন, প্রকৃতি শুধু আনন্দই দেয় না, বরং নৈতিক শক্তি ও আধ্যাত্মিক শান্তি প্রদান করে। জীবনের দুঃখ-দুর্দশা প্রকৃতি মুছে দেয় এবং মানুষের চরিত্র গড়ে তোলে। তিনি প্রকৃতিকে “the anchor of my purest thoughts” বলেছেন। ফলে প্রকৃতি এখানে শিক্ষক, অভিভাবক ও আত্মার পথপ্রদর্শক।

0
Updated: 1 week ago
“Our birth is but a sleep and a forgetting” — the figure of speech here is:
Created: 1 week ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Irony
এখানে জন্মকে “sleep” এবং “forgetting” বলে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে জন্ম ঘুম বা ভুলে যাওয়া নয়, তবে কবি রূপকভাবে বোঝাচ্ছেন যে জন্মের সাথে সাথে মানুষ তার আদি ঈশ্বরীয় উৎস ভুলে যায়। এই রূপক মানব জীবনের আধ্যাত্মিক যাত্রাকে বর্ণনা করে। এটি Wordsworth-এর Platonism-এর প্রতিফলন, যেখানে মানুষ জন্মের আগে স্বর্গীয় আলোয় ভরা থাকে।

0
Updated: 1 week ago
Which feature of the Romantic Age gave importance to rural and common life?
Created: 1 week ago
A
Celebration of Aristocrats
B
Celebration of War Heroes
C
Celebration of the Common Man
D
Celebration of Royalty
রোমান্টিক যুগে সাধারণ মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও সৌন্দর্য কাব্যের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। Wordsworth তাঁর Lyrical Ballads এ গ্রামীণ মানুষকে নায়ক বানান। তিনি মনে করতেন, সত্যিকারের আবেগ ও অভিজ্ঞতা সাধারণ মানুষের মধ্যেই বিদ্যমান। তাই রাখাল, কৃষক, শ্রমজীবী মানুষদের জীবনচিত্র রোমান্টিক কবিতায় বিশেষ গুরুত্ব পায়। এটি ছিল আগের নব্য-শাস্ত্রীয় যুগ থেকে একেবারেই ভিন্ন দৃষ্টিভঙ্গি।

0
Updated: 1 week ago
Which of the following is an important feature of Romantic literature?
Created: 1 week ago
A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago