A
Personification
B
Simile
C
Allusion
D
Apostrophe
উত্তরের বিবরণ
এই লাইনে Wordsworth নিজের শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি হরিণশাবকের (roe) মতো পর্বতচূড়ায় লাফাতেন। এখানে “like a roe” শব্দগুচ্ছ একটি সরাসরি উপমা (simile), যেখানে কবি তাঁর শৈশবের প্রাণোচ্ছলতা ও উদ্দীপনাকে বর্ণনা করেছেন। এই simile প্রকৃতির সাথে কবির শৈশবকালীন মিলন ও আনন্দকে জীবন্ত করে তুলেছে।

0
Updated: 1 week ago
“The Child is father of the Man” — this line is an example of:
Created: 1 week ago
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 week ago
Which poem reflects on childhood and memory?
Created: 4 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
Dover Beach
D
The Tower

0
Updated: 4 weeks ago
Which definition of poetry did Wordsworth give in the Preface to Lyrical Ballads?
Created: 1 week ago
A
Poetry is the art of imitation
B
Poetry is the spontaneous overflow of powerful feelings
C
Poetry is the rhythmical creation of beauty
D
Poetry is a criticism of life
Preface to Lyrical Ballads এ Wordsworth কবিতার বিখ্যাত সংজ্ঞা দেন—“Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility.” অর্থাৎ কবিতা হলো আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ, যা প্রশান্ত মনে স্মরণ করার পর আসে। এই সংজ্ঞা কবিতাকে কল্পনা ও অনুভূতির সাথে যুক্ত করে এবং রোমান্টিক যুগের মূল ধারণাকে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 1 week ago