“The Child is father of the Man” — this line is an example of:
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
উত্তরের বিবরণ
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 month ago
Who is known as the 'Poet of Nature'?
Created: 3 weeks ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
William Wordsworth হলো ‘Poet of Nature’ হিসেবে সুপরিচিত এবং তিনি Romantic Period-এর প্রধান কবিদের একজন। Wordsworth প্রকৃতিকে কেন্দ্র করে রচনা করেছেন, তাই তিনি প্রধানত একজন nature poet হিসেবে বিবেচিত। তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ পর্যন্ত England-এর Poet Laureate ছিলেন। Romantic Period-এর সূচনা ঘটে যখন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে Lyrical Ballads প্রকাশ করেন। যদিও এটি যৌথ প্রকাশনা, Wordsworth-এর অবদান সর্বাধিক হওয়ায় তাকে The father of Romantic Age বলা হয়।
উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
বিখ্যাত কবিতাসমূহ:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Play: The only play by Wordsworth is The Borderers.

0
Updated: 3 weeks ago
In Ode: Intimations of Immortality, what central loss does Wordsworth express in the opening stanzas?
Created: 2 weeks ago
A
The inability to see nature’s beauty with childhood radiance
B
The disappearance of spring flowers from the valley
C
The lack of companionship during his poetic journey
D
The silence of birds and rivers in the landscape
ওয়ার্ডসওয়ার্থের Ode: Intimations of Immortality কবিতার শুরুতেই তিনি জানান যে, প্রকৃতি আগের মতো তার চোখে জ্বলজ্বল করছে না। বসন্ত এসেছে, ফুল ফুটেছে, পাখির গান শোনা যাচ্ছে, কিন্তু তার মনে সেই শৈশবের মতো আলো আর আনন্দ নেই।
ছোটবেলায় তিনি প্রকৃতিকে যেন ঈশ্বরীয় আলোর মধ্যে দেখতেন। কিন্তু এখন বয়স ও অভিজ্ঞতা তাকে সেই স্বর্গীয় দৃষ্টি থেকে বঞ্চিত করেছে। এখানে কবি মূলত শৈশবের স্বর্গীয় দৃষ্টি ও আনন্দ হারানোর ব্যথা প্রকাশ করছেন।

0
Updated: 2 weeks ago
Which theme is central in Tintern Abbey?
Created: 1 month ago
A
The healing and moral power of Nature
B
The political failure of the French Revolution
C
The glory of aristocratic life
D
The material progress of society
Tintern Abbey কবিতার প্রধান থিম হলো প্রকৃতির নিরাময়কারী শক্তি। Wordsworth বলেন, প্রকৃতি শুধু আনন্দই দেয় না, বরং নৈতিক শক্তি ও আধ্যাত্মিক শান্তি প্রদান করে। জীবনের দুঃখ-দুর্দশা প্রকৃতি মুছে দেয় এবং মানুষের চরিত্র গড়ে তোলে। তিনি প্রকৃতিকে “the anchor of my purest thoughts” বলেছেন। ফলে প্রকৃতি এখানে শিক্ষক, অভিভাবক ও আত্মার পথপ্রদর্শক।

0
Updated: 1 month ago