A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
উত্তরের বিবরণ
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 week ago
What is the significance of the “Preface to Lyrical Ballads”?
Created: 1 week ago
A
It introduced strict classical rules
B
It became the manifesto of Romantic poetry
C
It discussed Shakespeare’s plays
D
It promoted industrial progress
Preface to Lyrical Ballads (1800, revised 1802) ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের ঘোষণা পত্র হিসেবে বিবেচিত হয়। এখানে Wordsworth কবিতার প্রকৃতি, উদ্দেশ্য ও ভাষা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন কবিতা হবে “the spontaneous overflow of powerful feelings” এবং সাধারণ মানুষের ভাষায় লেখা উচিত। এই প্রিফেস কবিতার নতুন ধারণা প্রচার করে, যেখানে মানবিক আবেগ, প্রকৃতি ও কল্পনার প্রাধান্য ছিল। ফলে এটি রোমান্টিক কাব্যের মূল ভিত্তি হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
In which year was Lyrical Ballads first published?
Created: 1 week ago
A
1789
B
1798
C
1805
D
1815
Lyrical Ballads প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা বলে গণ্য হয়। এই কাব্যগ্রন্থে প্রকৃতি, সাধারণ মানুষের জীবন ও সহজ ভাষার ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে কবিতাকে অভিজাত জীবন থেকে বের করে আনা হয় এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ইংরেজি কাব্যে এক নতুন যুগের সূচনা ঘটে।

0
Updated: 1 week ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 weeks ago