A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Irony
উত্তরের বিবরণ
এখানে জন্মকে “sleep” এবং “forgetting” বলে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে জন্ম ঘুম বা ভুলে যাওয়া নয়, তবে কবি রূপকভাবে বোঝাচ্ছেন যে জন্মের সাথে সাথে মানুষ তার আদি ঈশ্বরীয় উৎস ভুলে যায়। এই রূপক মানব জীবনের আধ্যাত্মিক যাত্রাকে বর্ণনা করে। এটি Wordsworth-এর Platonism-এর প্রতিফলন, যেখানে মানুষ জন্মের আগে স্বর্গীয় আলোয় ভরা থাকে।

0
Updated: 1 week ago
In Tintern Abbey, how does Wordsworth contrast his past and present experience of Nature?
Created: 1 week ago
A
Past = Political knowledge, Present = Military pride
B
Past = Sensory joy, Present = Spiritual insight
C
Past = Fear of Nature, Present = Dislike of Nature
D
Past = Silence, Present = Indifference
Tintern Abbey-তে Wordsworth স্বীকার করেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে শুধু ইন্দ্রিয় সুখের উৎস মনে করতেন। কিন্তু কয়েক বছর পরে তিনি প্রকৃতিকে গভীর নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখেন। অতীতের সরল আনন্দ আর বর্তমানের দার্শনিক উপলব্ধি—এই বৈপরীত্য কবিতার মূল কাঠামো। এটি মানুষ ও প্রকৃতির সম্পর্কের বিবর্তনকে বোঝায়।

0
Updated: 1 week ago
Wordsworth revisits Tintern Abbey after—
Created: 2 days ago
A
Three years
B
Five years
C
Seven years
D
Ten years
কবি পাঁচ বছর পর টিনটার্ন অ্যাবি ঘুরতে আসেন। তিনি অতীত স্মৃতি, বর্তমান অনুভূতি এবং ভবিষ্যৎ আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বলেন।

0
Updated: 2 days ago
The play Arms and the man is by-
Created: 3 weeks ago
A
James Joyce
B
Arthur Miller
C
Samuel Beckett
D
George Bernard Shaw
'Arms and the Man' হলো George Bernard Shaw রচিত একটি বিখ্যাত comedy। Shaw রচিত আরো কয়েকটি নাটকের নাম নিম্নরূপ-

0
Updated: 3 weeks ago