“Shades of the prison-house begin to close / Upon the growing Boy” — here, “prison-house” is an example of:
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Irony
উত্তরের বিবরণ
“Prison-house” শব্দটি রূপক (metaphor)। Wordsworth এখানে বোঝাতে চেয়েছেন, বড় হওয়ার সাথে সাথে শৈশবের স্বর্গীয় আলো ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং জীবন মানুষকে এক সীমাবদ্ধতার মধ্যে আটকে ফেলে। এই “prison-house” বাস্তব কারাগার নয়, বরং প্রতীকীভাবে অভিজ্ঞতা, দায়িত্ব আর বস্তুবাদী জীবনের চাপকে বোঝায়। রূপকটি কবিতার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করেছে।

0
Updated: 1 week ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 weeks ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago
Which poem ends with a blessing addressed to Dorothy Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Immortality Ode
C
The Prelude
D
Daffodils
Tintern Abbey কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-র উদ্দেশ্যে প্রার্থনা করেন। তিনি চান Dorothy-ও যেন প্রকৃতির মাঝে সেই শান্তি, শক্তি ও নৈতিক শিক্ষা খুঁজে পায়, যা তিনি পেয়েছেন। এই ব্যক্তিগত আশীর্বাদ কবিতাটিকে আত্মজৈবনিক ও আবেগপূর্ণ করে তোলে। Dorothy এখানে কেবল পাঠক নন, বরং কবিতার আবেগের কেন্দ্রবিন্দু।

0
Updated: 1 week ago