Which philosophical idea deeply influences the Ode, Ode: Intimations of Immortality?
A
Marxist theory of class struggle
B
Darwin’s theory of evolution
C
Platonic theory of pre-existence of the soul
D
Aristotle’s theory of tragedy
উত্তরের বিবরণ
এই ওডে মোট ১১টি স্তবক (stanza) আছে। দীর্ঘ এই কবিতাটি শুরু হয় শৈশবের আলো হারানোর বেদনা দিয়ে এবং শেষ হয় প্রকৃতি ও স্মৃতির সান্ত্বনার মাধ্যমে। প্রতিটি স্তবক কবির দৃষ্টিভঙ্গির একেকটি ধাপ—বেদনা, স্মৃতি, কল্পনা এবং শেষমেশ শান্তি। তাই ১১টি স্তবক মিলে কবিতাটিকে পূর্ণাঙ্গ আত্ম-অন্বেষণের যাত্রা করে তুলেছে।

0
Updated: 1 month ago
What phrase does Wordsworth use to describe his second, more passionate stage of loving nature, which has now passed?
Created: 2 weeks ago
A
"The still, sad music of humanity"
B
"A motion and a spirit"
C
"An appetite; a feeling and a love"
D
"The language of the sense"
Wordsworth তাঁর Tintern Abbey কবিতায় প্রকৃতির প্রতি যুবককালীন উত্তেজনাপূর্ণ আবেগকে বর্ণনা করতে ব্যবহার করেছেন “An appetite; a feeling and a love”। এটি তাঁর সেই সময়কে প্রকাশ করে যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিল প্রচণ্ড সংবেদনশীল ও আবেগময়, যেখানে কোনো চিন্তাশীল বা দার্শনিক ব্যাখ্যার প্রয়োজন ছিল না।
-
এই সময়ে প্রকৃতির প্রতি তাঁর অনুভূতি ছিল তাত্ক্ষণিক, প্রবল ও আনন্দময়, যা শুধু ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করত।
-
Wordsworth এই যুবককালীন আবেগকে পরিপক্বতার সঙ্গে তুলনা করেছেন। পরবর্তীতে, তাঁর প্রকৃতিপ্রেম হয়ে ওঠে ধ্যানমূলক, আধ্যাত্মিক ও দার্শনিক, যেখানে তিনি প্রকৃতির গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারেন।
-
যুবককালীন এই অনুভূতির সঙ্গে প্রাপ্ত “appetite, feeling, and love” কেবল আবেগের উৎস ছিল, কিন্তু পরিপক্ব অবস্থায় আবেগের সঙ্গে যুক্ত হয় বুদ্ধি, চিন্তাশীলতা এবং নৈতিক উপলব্ধি।
-
এই বিভাজন দেখায় কিভাবে Wordsworth-এর প্রকৃতির প্রতি সম্পর্ক যৌবনকালীন উত্তেজনা থেকে পরিপক্ব আধ্যাত্মিক বোঝাপড়ায় রূপান্তরিত হয়েছে।
-
তিনি বুঝিয়েছেন যে প্রকৃতিপ্রেম কেবল অনুভূতির উপর নির্ভরশীল নয়, বরং মনের গভীর চিন্তা ও স্মৃতির সঙ্গে যুক্ত হয়ে আরও স্থায়ী ও প্রভাবশালী হয়।

0
Updated: 2 weeks ago
Which Romantic quality is most strongly reflected in the Ode?
Created: 1 month ago
A
Imagination and recollection shaping spiritual truth
B
Harsh satire against society
C
Rigid classical imitation
D
Scientific exploration of nature
এই কবিতায় Wordsworth দেখিয়েছেন কিভাবে কল্পনা (imagination) ও স্মৃতি (recollection) মিলেই আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। যদিও শৈশবের সরাসরি স্বর্গীয় দৃষ্টি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়, তবু কবি বিশ্বাস করেন স্মৃতি ও কল্পনার মাধ্যমে মানুষ সেই হারানো সৌন্দর্যকে আংশিকভাবে পুনরুদ্ধার করতে পারে। এই দৃষ্টিভঙ্গি রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য—কল্পনার শক্তি ও আবেগের গভীরতা।

0
Updated: 1 month ago
Wordsworth revisits Tintern Abbey after—
Created: 1 month ago
A
Three years
B
Five years
C
Seven years
D
Ten years
কবি পাঁচ বছর পর টিনটার্ন অ্যাবি ঘুরতে আসেন। তিনি অতীত স্মৃতি, বর্তমান অনুভূতি এবং ভবিষ্যৎ আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বলেন।

1
Updated: 1 month ago