A
Marxist theory of class struggle
B
Darwin’s theory of evolution
C
Platonic theory of pre-existence of the soul
D
Aristotle’s theory of tragedy
উত্তরের বিবরণ
এই ওডে মোট ১১টি স্তবক (stanza) আছে। দীর্ঘ এই কবিতাটি শুরু হয় শৈশবের আলো হারানোর বেদনা দিয়ে এবং শেষ হয় প্রকৃতি ও স্মৃতির সান্ত্বনার মাধ্যমে। প্রতিটি স্তবক কবির দৃষ্টিভঙ্গির একেকটি ধাপ—বেদনা, স্মৃতি, কল্পনা এবং শেষমেশ শান্তি। তাই ১১টি স্তবক মিলে কবিতাটিকে পূর্ণাঙ্গ আত্ম-অন্বেষণের যাত্রা করে তুলেছে।

0
Updated: 1 week ago
Which theme is central in Tintern Abbey?
Created: 1 week ago
A
The healing and moral power of Nature
B
The political failure of the French Revolution
C
The glory of aristocratic life
D
The material progress of society
Tintern Abbey কবিতার প্রধান থিম হলো প্রকৃতির নিরাময়কারী শক্তি। Wordsworth বলেন, প্রকৃতি শুধু আনন্দই দেয় না, বরং নৈতিক শক্তি ও আধ্যাত্মিক শান্তি প্রদান করে। জীবনের দুঃখ-দুর্দশা প্রকৃতি মুছে দেয় এবং মানুষের চরিত্র গড়ে তোলে। তিনি প্রকৃতিকে “the anchor of my purest thoughts” বলেছেন। ফলে প্রকৃতি এখানে শিক্ষক, অভিভাবক ও আত্মার পথপ্রদর্শক।

0
Updated: 1 week ago
Which feature best describes Wordsworth’s poetry style?
Created: 1 week ago
A
Use of heroic couplets and satire
B
Use of simple language and common life themes
C
Use of classical mythology and epics
D
Use of complex allegories and symbolism
Wordsworth বিশ্বাস করতেন কবিতা সাধারণ মানুষের বোঝার মতো ভাষায় লেখা উচিত। তাই তিনি সরল, প্রাকৃতিক ভাষা ব্যবহার করতেন এবং কবিতার বিষয়বস্তু হিসেবে কৃষক, রাখাল, শিশু ও গ্রামীণ জীবনের সাধারণ ঘটনা বেছে নিতেন। তাঁর কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ফুটে ওঠে। এই সরলতা ও মানবিকতা তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
Which of the following is a well-known “Lucy Poem” by Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Kubla Khan
C
She Dwelt among the Untrodden Ways
D
Ode: Intimations of Immortality
Wordsworth-এর “Lucy Poems” হলো কয়েকটি সংক্ষিপ্ত ও আবেগপূর্ণ কবিতা, যেখানে Lucy নামের এক তরুণীর জীবন ও মৃত্যু চিত্রিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো She Dwelt among the Untrodden Ways। এখানে তিনি এক অজানা তরুণীর প্রতি প্রেম, তাঁর অকাল মৃত্যু এবং সেই হারানোর বেদনা প্রকাশ করেছেন। এ কবিতা Wordsworth-এর আবেগময়তা, সরলতা এবং প্রকৃতিপ্রেমকে সুন্দরভাবে প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago