A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
উত্তরের বিবরণ
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।

1
Updated: 1 week ago
“Like a roe / I bounded o’er the mountains” — the figure of speech is:
Created: 1 week ago
A
Personification
B
Simile
C
Allusion
D
Apostrophe
এই লাইনে Wordsworth নিজের শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি হরিণশাবকের (roe) মতো পর্বতচূড়ায় লাফাতেন। এখানে “like a roe” শব্দগুচ্ছ একটি সরাসরি উপমা (simile), যেখানে কবি তাঁর শৈশবের প্রাণোচ্ছলতা ও উদ্দীপনাকে বর্ণনা করেছেন। এই simile প্রকৃতির সাথে কবির শৈশবকালীন মিলন ও আনন্দকে জীবন্ত করে তুলেছে।

0
Updated: 1 week ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago
What role does Nature play in Tintern Abbey?
Created: 1 week ago
A
Nature is only a source of pleasure
B
Nature is hostile to mankind
C
Nature is a guide, guardian, and moral teacher
D
Nature is destructive and violent
Wordsworth Tintern Abbey-এ প্রকৃতিকে কেবল আনন্দের উৎস নয়, বরং এক নৈতিক শিক্ষক ও আত্মার অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন প্রকৃতি মানুষের মনের অশান্তি দূর করে শান্তি দেয় এবং ঈশ্বরের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপন করে। প্রকৃতি তাঁকে ধৈর্য, আশা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। তাই তিনি Dorothy-র কাছেও আশা করেন, প্রকৃতি তার জীবনে একই ভূমিকা পালন করবে।

0
Updated: 1 week ago