A
8
B
9
C
10
D
11
উত্তরের বিবরণ
এই ওডে মোট ১১টি স্তবক (stanza) আছে। দীর্ঘ এই কবিতাটি শুরু হয় শৈশবের আলো হারানোর বেদনা দিয়ে এবং শেষ হয় প্রকৃতি ও স্মৃতির সান্ত্বনার মাধ্যমে। প্রতিটি স্তবক কবির দৃষ্টিভঙ্গির একেকটি ধাপ—বেদনা, স্মৃতি, কল্পনা এবং শেষমেশ শান্তি। তাই ১১টি স্তবক মিলে কবিতাটিকে পূর্ণাঙ্গ আত্ম-অন্বেষণের যাত্রা করে তুলেছে।

0
Updated: 1 week ago
Which poem ends with a blessing addressed to Dorothy Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Immortality Ode
C
The Prelude
D
Daffodils
Tintern Abbey কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-র উদ্দেশ্যে প্রার্থনা করেন। তিনি চান Dorothy-ও যেন প্রকৃতির মাঝে সেই শান্তি, শক্তি ও নৈতিক শিক্ষা খুঁজে পায়, যা তিনি পেয়েছেন। এই ব্যক্তিগত আশীর্বাদ কবিতাটিকে আত্মজৈবনিক ও আবেগপূর্ণ করে তোলে। Dorothy এখানে কেবল পাঠক নন, বরং কবিতার আবেগের কেন্দ্রবিন্দু।

0
Updated: 1 week ago
Who wrote the lines:
"Nature never did betray
The heart that loved her; 'tis her privilege"?
Created: 2 weeks ago
A
John Keats
B
William Wordsworth
C
S. T. Coleridge
D
P. B. Shelley
Perfect ✅
The correct answer is indeed William Wordsworth, and the line is from Lines Composed a Few Miles Above Tintern Abbey (commonly known as Tintern Abbey).
About the Poem – Tintern Abbey
-
Full title: Lines Composed a Few Miles Above Tintern Abbey, On Revisiting the Banks of the Wye During a Tour, July 13, 1798.
-
Published in Lyrical Ballads (1798), co-authored by Wordsworth and Coleridge.
-
A blank verse lyric and one of Wordsworth’s finest poems.
-
Focuses on memory, nature, spirituality, and the growth of the poet’s mind.
-
The ruined abbey by the River Wye serves as a backdrop for meditation.
Famous Line:
👉 “Nature never did betray the heart that loved her.”
William Wordsworth (1770–1850)
-
Born: April 7, 1770, Cockermouth, Cumberland, England.
-
Known as the “Poet of Nature”, “Poet of Childhood”, and a member of the Lake Poets.
-
Greatly influenced by The French Revolution in his early years.
-
With Coleridge, launched English Romanticism through Lyrical Ballads (1798).
-
In 1843, became Poet Laureate of England.
Major Works
-
Tintern Abbey
-
Lyrical Ballads (with Coleridge)
-
The Prelude (autobiographical epic)
-
The Excursion
-
The Recluse (unfinished)
-
Michael
-
Lucy Poems
-
The Solitary Reaper
-
Ode: Intimations of Immortality
-
London, 1802
-
The Ruined Cottage
✨ Quick Memory Tip for Exams:
-
Wordsworth → Poet of Nature 🌿
-
Coleridge → Poet of Imagination ✨
-
Byron → Rebel Poet 🔥
-
Shelley → Revolutionary Poet ⚡
-
Keats → Poet of Beauty / Sensuousness 🌹

0
Updated: 2 weeks ago
How many years later did Wordsworth revisit Tintern Abbey before writing the poem?
Created: 1 week ago
A
Three years
B
Five years
C
Ten years
D
Seven years
Wordsworth প্রথমবার টিন্টার্ন অ্যাবে ভ্রমণ করেছিলেন ১৭৯৩ সালে এবং দ্বিতীয়বার যান ১৭৯৮ সালে। অর্থাৎ পাঁচ বছর পর তিনি আবার সেখানে ফিরে আসেন। কবিতায় তিনি উল্লেখ করেন, কিভাবে এই পাঁচ বছরের মধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণ বয়সে প্রকৃতিকে তিনি আনন্দের উৎস মনে করলেও পরিণত বয়সে প্রকৃতিকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে শুরু করেন। এই পরিবর্তন কবিতার মূল থিম।

0
Updated: 1 week ago