A
Children live close to divine truth
B
Heaven is far away from children
C
Infancy is a burden
D
Childhood is full of sins
উত্তরের বিবরণ
Wordsworth-এর মতে শিশুদের মনে স্বর্গীয় আলো বা ঈশ্বরীয় আভা থাকে। তারা প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে পারে এবং জগতের আধ্যাত্মিক সত্য অনুভব করতে পারে। শৈশবের সেই অভিজ্ঞতা আসলে আমাদের আদি উৎসের স্মৃতি, যা বড় হতে হতে ফিকে হয়ে যায়। তাই তিনি বলেন, infancy-তে স্বর্গ আমাদের চারপাশে ঘিরে থাকে।

0
Updated: 1 week ago
Which of the following is a well-known “Lucy Poem” by Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Kubla Khan
C
She Dwelt among the Untrodden Ways
D
Ode: Intimations of Immortality
Wordsworth-এর “Lucy Poems” হলো কয়েকটি সংক্ষিপ্ত ও আবেগপূর্ণ কবিতা, যেখানে Lucy নামের এক তরুণীর জীবন ও মৃত্যু চিত্রিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো She Dwelt among the Untrodden Ways। এখানে তিনি এক অজানা তরুণীর প্রতি প্রেম, তাঁর অকাল মৃত্যু এবং সেই হারানোর বেদনা প্রকাশ করেছেন। এ কবিতা Wordsworth-এর আবেগময়তা, সরলতা এবং প্রকৃতিপ্রেমকে সুন্দরভাবে প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago
Who among the following writers is not a Nobel Laureate?
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
Toni Morrison
C
Graham Greene
D
William Faulkner
(ক)
T.S. Eliot (1888-1965)- 1948
(খ)Toni
Morrison (1931-2019)- 1993
(গ)Grahame Greene (1904-1991)- কখনো নোবেল পুরস্কার পান নি; ১৯৭৪ সালে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি তা প্রত্যাখান করেন।(ঘ)William Faulkner (1897-1962)

1
Updated: 3 weeks ago
How many stanzas are there in Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
8
B
9
C
10
D
11
এই ওডে মোট ১১টি স্তবক (stanza) আছে। দীর্ঘ এই কবিতাটি শুরু হয় শৈশবের আলো হারানোর বেদনা দিয়ে এবং শেষ হয় প্রকৃতি ও স্মৃতির সান্ত্বনার মাধ্যমে। প্রতিটি স্তবক কবির দৃষ্টিভঙ্গির একেকটি ধাপ—বেদনা, স্মৃতি, কল্পনা এবং শেষমেশ শান্তি। তাই ১১টি স্তবক মিলে কবিতাটিকে পূর্ণাঙ্গ আত্ম-অন্বেষণের যাত্রা করে তুলেছে।

0
Updated: 1 week ago