'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
A
অপূর্ব
B
অদৃষ্টপূর্ব
C
অভূতপূর্ব
D
ভূতপূর্ব
উত্তরের বিবরণ
এক কথায় প্রকাশ (সংক্ষিপ্ত রূপে ভাব প্রকাশ):
-
যা পূর্বে ছিল, এখন নেই – ভূতপূর্ব
-
যা আগে কখনো দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
-
যা আগে কখনো শোনা যায়নি – অশ্রুতপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
-
যা বলা হয়নি – অনুক্ত
-
যা বলার যোগ্য নয় – অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago
সর্বজনের হিতকর- এক কথায় কী হবে?
Created: 2 months ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
বিশ্বজনীন
D
সর্বহিতকর
সর্ব জনের হিতকর – সর্বজনীন। বিশ্ব জনের হিতকর – বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী।
0
Updated: 2 months ago
'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
অবিসংবাদিত
B
অসংবৃত
C
বিবমিষা
D
অবৈতনিক
ChatGPT said:
0
Updated: 1 month ago
‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
Created: 1 month ago
A
প্রত্যুদ্গমন
B
অগ্রগামী
C
শুভ পদার্পণ
D
স্বাগতম
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । উদাহরণ: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।
0
Updated: 1 month ago