A
মাইকেল চ্যাং
B
জিন ফিলিপস
C
মাইকেল স্টিচ
D
কার্লোস আলকারাজ
উত্তরের বিবরণ
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী টেনিস প্রতিযোগিতা। ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডন এলাকায় নিয়মিতভাবে আয়োজন হয়ে আসছে। মহিলাদের একক খেলা শুরু হয় ১৮৮৪ সালে, যা পুরুষদের একক খেলার শুরু থেকে প্রায় ৭ বছর পর। একই বছরই পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে উইম্বলডনে স্থানান্তরিত হয়। পরবর্তীতে, ১৯১৩ সালে মিশ্র দ্বৈত ও প্রমিলা দ্বৈত খেলার রূপান্তর ও প্রচলন ঘটে।
২০২৩ সালের আসরে পুরুষদের একক শিরোপা জয় করেন কার্লোস আলকারাজ। ফাইনালে সেন্টার কোর্টে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় আলকারাজ ৩-২ সেটে রোমাঞ্চকর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে পরাজিত করেন। খেলায় সেটের স্কোর ছিল ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ এবং ৬-৪। মাত্র ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
উৎস: International Tennis Federation (ITF) ওয়েবসাইট

0
Updated: 2 months ago