A
Childhood shapes the adult personality
B
Adults always guide children
C
Childhood is meaningless
D
Man and child are opposites
উত্তরের বিবরণ
এই লাইন Wordsworth-এর বিখ্যাত ধারণা প্রকাশ করে—শৈশবই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গঠন করে। শিশু কালে যে অভিজ্ঞতা, দৃষ্টি ও আধ্যাত্মিকতা থাকে, সেগুলো বড় হয়ে মানুষের চরিত্র, চিন্তা ও আত্মাকে গড়ে তোলে। তাই শৈশবের স্মৃতি ও স্বপ্ন আসলে পরবর্তী জীবনের ভিত্তি। এটি রোমান্টিক যুগে শৈশবকে স্বর্গীয় দ্যুতির প্রতীক হিসেবে দেখার একটি মূল চিহ্ন।

0
Updated: 1 week ago
Which of the following best explains Romanticism’s break from the Neoclassical Age?
Created: 1 week ago
A
Focus on Urban Society
B
Stress on Rules and Discipline
C
Dependence on Classical Models
D
Freedom of Individual Expression
নব্য-শাস্ত্রীয় যুগে কবিতা ও সাহিত্যে কঠোর নিয়ম, শৃঙ্খলা এবং প্রাচীন গ্রিক-রোমান ধারা অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে এই ধারা ভেঙে কবিরা ব্যক্তিস্বাধীনতা ও সৃষ্টিশীলতার ওপর জোর দেন। প্রত্যেক কবি নিজের কণ্ঠস্বর, আবেগ ও অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। এই স্বাধীনতা সাহিত্যে নতুন প্রাণ এনে দেয় এবং পাঠকদের সঙ্গে ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। এভাবেই Romanticism নব্য-শাস্ত্রীয় যুগ থেকে আলাদা হয়।

1
Updated: 1 week ago
Which river valley is the setting of Tintern Abbey?
Created: 1 week ago
A
Thames Valley
B
Wye Valley
C
Avon Valley
D
Severn Valley
কবিতার প্রেক্ষাপট হলো ওয়েলস অঞ্চলের River Wye Valley। Wordsworth ১৭৯৮ সালে তাঁর বোনকে নিয়ে এই উপত্যকা ভ্রমণ করেন এবং সেই ভ্রমণের অভিজ্ঞতা থেকেই কবিতাটি রচিত হয়। Wye নদীর ধারে শান্ত পরিবেশ ও গ্রামীণ দৃশ্য কবিকে দার্শনিক চিন্তায় নিমগ্ন করে। প্রকৃতি এখানে শুধু দৃশ্য নয়, বরং তাঁর আধ্যাত্মিক শিক্ষক ও মানসিক নিরাময়ের উৎস। এজন্য Wye উপত্যকা কবিতার প্রাণকেন্দ্র।

0
Updated: 1 week ago
Which poem by Wordsworth talks about nature’s beauty?
Created: 4 weeks ago
A
Tintern Abbey
B
The Waste Land
C
My Last Duchess
D
Andrea del Sarto

0
Updated: 4 weeks ago