A
The Prelude
B
The Excursion
C
Lyrical Ballads
D
Poems in Two Volumes
উত্তরের বিবরণ
Ode: Intimations of Immortality প্রকাশিত হয়েছিল Poems in Two Volumes (1807) সংকলনে। এই গ্রন্থ Wordsworth-এর অন্যতম বড় সাফল্য। এখানে অনেক বিখ্যাত কবিতা যেমন “Ode to Duty” এবং “Resolution and Independence” অন্তর্ভুক্ত ছিল। এই সংকলন Wordsworth-এর রোমান্টিক কাব্যধারাকে আরও প্রতিষ্ঠিত করে এবং তাঁকে প্রকৃতির কবি হিসেবে খ্যাতি এনে দেয়।

0
Updated: 1 week ago
“The Child is father of the Man” — this line suggests:
Created: 1 week ago
A
Childhood shapes the adult personality
B
Adults always guide children
C
Childhood is meaningless
D
Man and child are opposites
এই লাইন Wordsworth-এর বিখ্যাত ধারণা প্রকাশ করে—শৈশবই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গঠন করে। শিশু কালে যে অভিজ্ঞতা, দৃষ্টি ও আধ্যাত্মিকতা থাকে, সেগুলো বড় হয়ে মানুষের চরিত্র, চিন্তা ও আত্মাকে গড়ে তোলে। তাই শৈশবের স্মৃতি ও স্বপ্ন আসলে পরবর্তী জীবনের ভিত্তি। এটি রোমান্টিক যুগে শৈশবকে স্বর্গীয় দ্যুতির প্রতীক হিসেবে দেখার একটি মূল চিহ্ন।

0
Updated: 1 week ago
Which poem ends with a blessing addressed to Dorothy Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Immortality Ode
C
The Prelude
D
Daffodils
Tintern Abbey কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-র উদ্দেশ্যে প্রার্থনা করেন। তিনি চান Dorothy-ও যেন প্রকৃতির মাঝে সেই শান্তি, শক্তি ও নৈতিক শিক্ষা খুঁজে পায়, যা তিনি পেয়েছেন। এই ব্যক্তিগত আশীর্বাদ কবিতাটিকে আত্মজৈবনিক ও আবেগপূর্ণ করে তোলে। Dorothy এখানে কেবল পাঠক নন, বরং কবিতার আবেগের কেন্দ্রবিন্দু।

0
Updated: 1 week ago
How many years later did Wordsworth revisit Tintern Abbey before writing the poem?
Created: 1 week ago
A
Three years
B
Five years
C
Ten years
D
Seven years
Wordsworth প্রথমবার টিন্টার্ন অ্যাবে ভ্রমণ করেছিলেন ১৭৯৩ সালে এবং দ্বিতীয়বার যান ১৭৯৮ সালে। অর্থাৎ পাঁচ বছর পর তিনি আবার সেখানে ফিরে আসেন। কবিতায় তিনি উল্লেখ করেন, কিভাবে এই পাঁচ বছরের মধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণ বয়সে প্রকৃতিকে তিনি আনন্দের উৎস মনে করলেও পরিণত বয়সে প্রকৃতিকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে শুরু করেন। এই পরিবর্তন কবিতার মূল থিম।

0
Updated: 1 week ago