কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

A

সমুদ্রস্রোত 

B

নদীস্রোত 

C

বানের স্রোত 

D

জোয়ার-ভাঁটার স্রোত

উত্তরের বিবরণ

img

নদীখাত (Channel)

  • নদীখাত হচ্ছে এমন একটি প্রাকৃতিক পথ, যেটি প্রবাহিত পানির চাপ ও শক্তির কারণে তৈরি হয়। এই পথে পানি কখনো ধীরে, কখনো প্রবলবেগে সারা বছর বা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়। নদীখাত সরু বা চওড়া, গভীর বা অগভীর, সোজা বা বাঁকা হতে পারে।

  • জোয়ার-ভাঁটার কারণে পানির স্রোত শক্তিশালী হয় এবং এতে নদীখাত আরও গভীর হয়।

  • গঠনগত দিক থেকে নদীখাত বা প্রণালীকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—
    ১) নদী গর্ভ,
    ২) সমুদ্রের দুই অংশকে যুক্ত করা সরু পথ,
    ৩) উপসাগরের নৌচলাচলযোগ্য গভীর অংশ (যেখানে পোতাশ্রয় থাকে)।

  • বাংলাদেশের নদীগুলোর মধ্যে প্রথম ধরনের প্রণালী (নদী গর্ভ) সবচেয়ে বেশি দেখা যায়।

  • বিভিন্ন উদ্দেশ্য ও প্রয়োজনের ভিত্তিতে বাংলাদেশের নদী প্রণালীকে নানা দিক থেকে শ্রেণিবদ্ধ করা হয়। যেমন— নদীখাত ও তীরের বৈশিষ্ট্য, নদীর জালিকার ধরণ, পাললিক পদার্থ ও প্রবাহের প্রভাব, নদীর ধারা বা স্থিতিশীলতা ইত্যাদি।

  • নদীখাতের ধরন অনুযায়ী বাংলাদেশের নদীগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে—

    • সর্পিল নদী: যেমন পদ্মা ও মেঘনা, যেগুলো আঁকাবাঁকা বা বাঁকানো পথে প্রবাহিত।

    • চরোৎপাদী নদী: যেমন যমুনা, যেগুলোর মাঝে চর সৃষ্টি হয়।

    • বিন্ধনি নদী: বদ্বীপ সৃষ্টিকারী নদীর মোহনা, যেখানে নদী বিভাজিত হয়।

  • বাংলাদেশের উপকূলবর্তী কিছু গুরুত্বপূর্ণ নদীখাত হলো— মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, তেঁতুলিয়া ও সন্দ্বীপ।

উৎস: বাংলাপিডিয়া, জাগোনিউজ

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

কোন খাদ্যে প্রোটিন বেশি?

Created: 1 month ago

A

ভাত 

B

গরুর মাংস 

C

মসুর ডাল 

D

ময়দা

Unfavorite

0

Updated: 1 month ago

প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্মন্ধীয় বিদ্যাকে বলে- 

Created: 1 month ago

A

বায়োলজী 

B

জুওলজী 

C

জেনেটিক 

D

ইভোলিউশন

Unfavorite

0

Updated: 1 month ago

জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? 

Created: 2 months ago

A

আলট্রা-ভায়োলেট রশ্মি

B

 বিটা রশ্মি 

C

আলফা রশ্মি 

D

গামা রশ্মি

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD