Which Romantic quality is most strongly reflected in the Ode?
A
Imagination and recollection shaping spiritual truth
B
Harsh satire against society
C
Rigid classical imitation
D
Scientific exploration of nature
উত্তরের বিবরণ
এই কবিতায় Wordsworth দেখিয়েছেন কিভাবে কল্পনা (imagination) ও স্মৃতি (recollection) মিলেই আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। যদিও শৈশবের সরাসরি স্বর্গীয় দৃষ্টি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়, তবু কবি বিশ্বাস করেন স্মৃতি ও কল্পনার মাধ্যমে মানুষ সেই হারানো সৌন্দর্যকে আংশিকভাবে পুনরুদ্ধার করতে পারে। এই দৃষ্টিভঙ্গি রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য—কল্পনার শক্তি ও আবেগের গভীরতা।

0
Updated: 1 month ago
With whom did Wordsworth jointly publish Lyrical Ballads?
Created: 1 month ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Lyrical Ballads ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন। এ বইয়ের কিছু বিখ্যাত কবিতা হলো Wordsworth-এর Tintern Abbey এবং Coleridge-এর The Rime of the Ancient Mariner। এই যৌথ প্রচেষ্টা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। Coleridge কল্পনার গভীরতা আনেন, আর Wordsworth প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনকে কেন্দ্রে আনেন। ফলে এই গ্রন্থ যুগান্তকারী হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
In which poem does Wordsworth recall his youthful excitement about the French Revolution?
Created: 1 month ago
A
The Prelude
B
Daffodils
C
Tintern Abbey
D
Ode to Duty
The Prelude একটি দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা যেখানে Wordsworth তাঁর শৈশব, কৈশোর এবং রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, কীভাবে তরুণ বয়সে ফরাসি বিপ্লব তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। বিপ্লবকে তিনি মানবমুক্তির এক নতুন সূচনা হিসেবে দেখেছিলেন। কবিতায় তিনি সেই সময়কার আনন্দ, উত্তেজনা এবং ভবিষ্যতের আশার চিত্র এঁকেছেন। তবে একই সাথে তিনি পরে হতাশার কথাও লিখেছেন, কারণ সহিংসতার কারণে তাঁর সেই আশা ভেঙে যায়।

0
Updated: 1 month ago
“The Child is father of the Man” — this line is an example of:
Created: 1 month ago
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 month ago