A
Imagination and recollection shaping spiritual truth
B
Harsh satire against society
C
Rigid classical imitation
D
Scientific exploration of nature
উত্তরের বিবরণ
এই কবিতায় Wordsworth দেখিয়েছেন কিভাবে কল্পনা (imagination) ও স্মৃতি (recollection) মিলেই আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। যদিও শৈশবের সরাসরি স্বর্গীয় দৃষ্টি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়, তবু কবি বিশ্বাস করেন স্মৃতি ও কল্পনার মাধ্যমে মানুষ সেই হারানো সৌন্দর্যকে আংশিকভাবে পুনরুদ্ধার করতে পারে। এই দৃষ্টিভঙ্গি রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য—কল্পনার শক্তি ও আবেগের গভীরতা।

0
Updated: 1 week ago
Which poem ends with a blessing addressed to Dorothy Wordsworth?
Created: 1 week ago
A
Tintern Abbey
B
Immortality Ode
C
The Prelude
D
Daffodils
Tintern Abbey কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-র উদ্দেশ্যে প্রার্থনা করেন। তিনি চান Dorothy-ও যেন প্রকৃতির মাঝে সেই শান্তি, শক্তি ও নৈতিক শিক্ষা খুঁজে পায়, যা তিনি পেয়েছেন। এই ব্যক্তিগত আশীর্বাদ কবিতাটিকে আত্মজৈবনিক ও আবেগপূর্ণ করে তোলে। Dorothy এখানে কেবল পাঠক নন, বরং কবিতার আবেগের কেন্দ্রবিন্দু।

0
Updated: 1 week ago
“Our birth is but a sleep and a forgetting” — the figure of speech here is:
Created: 1 week ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Irony
এখানে জন্মকে “sleep” এবং “forgetting” বলে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে জন্ম ঘুম বা ভুলে যাওয়া নয়, তবে কবি রূপকভাবে বোঝাচ্ছেন যে জন্মের সাথে সাথে মানুষ তার আদি ঈশ্বরীয় উৎস ভুলে যায়। এই রূপক মানব জীবনের আধ্যাত্মিক যাত্রাকে বর্ণনা করে। এটি Wordsworth-এর Platonism-এর প্রতিফলন, যেখানে মানুষ জন্মের আগে স্বর্গীয় আলোয় ভরা থাকে।

0
Updated: 1 week ago
The poem 'The Solitary Reaper' is written by-
Created: 1 week ago
A
W. H. Auden
B
W. Wordsworth
C
W.B. Yeats
D
Ezra Pound
The Solitary Reaper
-
রচয়িতা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)
-
প্রকাশকাল: ১৮০৭
-
বাংলা অর্থ: একাকী শস্যচ্ছেদক (ফসল কাটার কাজ করা একাকী নারী)
-
কবিতার বিষয়বস্তু: কবিতায় একজন তরুণী মেয়েকে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি পরিবেশে একাকী শস্য কাটতে দেখা যায়। কাজের সঙ্গে সঙ্গে সে একটি মর্মস্পর্শী গান গুনগুনাচ্ছে, যা কবিকে গভীরভাবে ছুঁয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (1770–1850)
-
রোমান্টিক যুগের একজন বিশিষ্ট কবি।
-
প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতার জন্য তিনি পরিচিত।
-
সাধারণত “Poet of Nature” নামে খ্যাত।
-
বিখ্যাত কবিতা:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
-
উৎস: Britannica

0
Updated: 1 week ago