How does Wordsworth describe childhood in the Ode?
A
A time of divine vision and purity
B
A period of material greed
C
A stage of political activism
D
A phase of complete ignorance
উত্তরের বিবরণ
Wordsworth-এর কাছে শৈশব হলো এমন এক সময়, যখন শিশু প্রকৃতিকে ঈশ্বরীয় আলোয় দেখে। সে চারপাশে সৌন্দর্য, সত্য ও পবিত্রতার আভা অনুভব করে। এই শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি মানুষকে পৃথিবীর বাইরে এক চিরন্তন জগতের কথা মনে করিয়ে দেয়। Wordsworth বলেন, শিশুদের ভেতরে “heaven lies about us in our infancy”। তাই শৈশব তাঁর কাছে স্বর্গীয় অভিজ্ঞতার প্রতীক।

0
Updated: 1 month ago
Pantheism, a concept often associated with Wordsworth's view of nature, is the belief that:
Created: 2 weeks ago
A
God is a separate, transcendent being who created the universe
B
God is identical with the universe, or that God is in everything
C
There are multiple gods.
D
God does not exist
Pantheism শব্দটি এসেছে গ্রিক pan (অর্থাৎ ‘all’ বা সবকিছু) এবং theos (অর্থাৎ ‘god’ বা ঈশ্বর) থেকে। এর মূল ধারণা হলো—সমগ্র মহাবিশ্ব এবং অস্তিত্বই ঈশ্বরের প্রকাশ বা ঈশ্বর নিজেই। এখানে ঈশ্বর কোনো স্বতন্ত্র ব্যক্তিগত সত্তা নন, বরং প্রকৃতি ও জগতের প্রতিটি কণায় বিরাজমান এক সর্বব্যাপী শক্তি।
-
Pantheism-এ ঈশ্বরকে প্রকৃতির সঙ্গে অভিন্ন ও সর্বব্যাপী শক্তি হিসেবে দেখা হয়।
-
এটি ঈশ্বরকে দূরবর্তী বা ঊর্ধ্বতন শক্তি নয়, বরং অন্তর্নিহিত উপস্থিতি হিসেবে ব্যাখ্যা করে।
Wordsworth-এর দৃষ্টিভঙ্গি
-
Tintern Abbey সহ অনেক কবিতায় Wordsworth প্রকৃতিকে এক আধ্যাত্মিক সত্তা হিসেবে চিত্রিত করেছেন।
-
তিনি লিখেছিলেন “a motion and a spirit, that impels / All thinking things, all objects of all thought, / And rolls through all things”, যা তাঁর ঈশ্বরবিশ্বাসকে প্রকৃতির সর্বত্র বিরাজমান আধ্যাত্মিক শক্তি হিসেবে উপস্থাপন করে।
-
তাঁর কাছে প্রকৃতি শুধু দৃশ্যমান সৌন্দর্য নয়, বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার উৎস।
-
Wordsworth বিশ্বাস করতেন এই সর্বব্যাপী শক্তি মানুষকেও গভীরভাবে প্রভাবিত করে এবং মানুষের মন-প্রাণে আলোড়ন তোলে।
অন্যান্য বিশ্বাস থেকে পার্থক্য
-
এটি প্রচলিত একেশ্বরবাদী ধর্ম থেকে আলাদা, যেখানে ঈশ্বরকে সৃষ্টির বাইরে, ঊর্ধ্বতন ও পৃথক হিসেবে দেখা হয়।
-
এটি নাস্তিকতা থেকে আলাদা, কারণ এখানে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার নয়, বরং ঈশ্বরকে জগতের সঙ্গে অভিন্ন হিসেবে মানা হয়।
-
এটি বহু-ঈশ্বরবাদ থেকেও আলাদা, কারণ এখানে একাধিক স্বতন্ত্র দেবতার ধারণা নেই, বরং এক সর্বব্যাপী শক্তি বা উপস্থিতিকে ঈশ্বর বলা হয়েছে।
-
Wordsworth-এর কবিতায় এই ভাবনা রোমান্টিসিজমের মৌলিক বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে, যেখানে প্রকৃতিকে শুধু নান্দনিকতার উৎস নয়, বরং আধ্যাত্মিক উপলব্ধি ও নৈতিক দিকনির্দেশনার ক্ষেত্র হিসেবে দেখা হয়েছে।
-
তাঁর কাব্যে Pantheism প্রকৃতিপ্রেমকে আরও গভীরতর করে তোলে এবং মানুষের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের ধারণাকে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 2 weeks ago
Who wrote the following lines : "all at once I saw/a crowd, a host of golden daffodils"?
Created: 1 month ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes
Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

0
Updated: 1 month ago
The speaker hopes that Dorothy, observing nature, will later find solace in:
Created: 2 weeks ago
A
His poetic journey
B
Her own memories of these experiences
C
Religious faith
D
Urban development
কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-কে সম্বোধন করে আশা প্রকাশ করেছেন যে, তাঁরা একসঙ্গে যে স্মৃতি তৈরি করছেন তা ভবিষ্যতে তাঁর জন্য সান্ত্বনা ও প্রেরণার উৎস হবে।
-
বক্তার নিজের স্মৃতি দেখিয়েছে যে, গত পাঁচ বছর ধরে Wye Valley-এর দৃশ্য তাঁর জন্য মানসিক শান্তি ও আধ্যাত্মিক প্রেরণা হিসেবে কাজ করেছে।
-
তাই তিনি আশা করেন যে Dorothy-ও তাদের যৌথ অভিজ্ঞতার স্মৃতি থেকে একই ধরনের “healing thoughts” এবং “tender joy” পাবেন।
-
এই স্মৃতি তাঁর জন্য সহায়ক হবে যখন তিনি “solitude, or fear, or pain, or grief”-এর মতো কঠিন পরিস্থিতির মধ্যে থাকবেন।
-
Wordsworth দেখিয়েছেন যে প্রকৃতির সঙ্গে সংযুক্ত স্মৃতি কেবল ব্যক্তিগত আনন্দ নয়, বরং প্রিয়জনের জন্যও স্থায়ী শক্তি ও সান্ত্বনার উৎস হতে পারে।
-
কবিতার এই সমাপ্তি প্রকৃতি, স্মৃতি এবং পারিবারিক স্নেহের আন্তঃসংযোগকে তুলে ধরে, যা মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি প্রদান করে।

0
Updated: 2 weeks ago