A
A time of divine vision and purity
B
A period of material greed
C
A stage of political activism
D
A phase of complete ignorance
উত্তরের বিবরণ
Wordsworth-এর কাছে শৈশব হলো এমন এক সময়, যখন শিশু প্রকৃতিকে ঈশ্বরীয় আলোয় দেখে। সে চারপাশে সৌন্দর্য, সত্য ও পবিত্রতার আভা অনুভব করে। এই শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি মানুষকে পৃথিবীর বাইরে এক চিরন্তন জগতের কথা মনে করিয়ে দেয়। Wordsworth বলেন, শিশুদের ভেতরে “heaven lies about us in our infancy”। তাই শৈশব তাঁর কাছে স্বর্গীয় অভিজ্ঞতার প্রতীক।

0
Updated: 1 week ago
Which quality of Romantic poetry shows a strong connection with nature?
Created: 1 week ago
A
Love of Nature
B
Love of Wealth
C
Love of Politics
D
Love of Science
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতিপ্রেম। এই সময়ের কবিরা প্রকৃতিকে শুধু সৌন্দর্যের উৎস হিসেবে নয়, মানুষের শিক্ষক ও আত্মার নিরাময়কারী হিসেবে দেখেছেন। Wordsworth, Coleridge, Shelley প্রমুখ প্রকৃতির দৃশ্যপটকে কবিতার কেন্দ্রে এনেছেন। তাঁদের মতে, প্রকৃতি মানুষের অন্তরের সাথে কথা বলে এবং নৈতিক শিক্ষা দেয়। তাই প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রোমান্টিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
“Heaven lies about us in our infancy” — this line means:
Created: 1 week ago
A
Children live close to divine truth
B
Heaven is far away from children
C
Infancy is a burden
D
Childhood is full of sins
Wordsworth-এর মতে শিশুদের মনে স্বর্গীয় আলো বা ঈশ্বরীয় আভা থাকে। তারা প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে পারে এবং জগতের আধ্যাত্মিক সত্য অনুভব করতে পারে। শৈশবের সেই অভিজ্ঞতা আসলে আমাদের আদি উৎসের স্মৃতি, যা বড় হতে হতে ফিকে হয়ে যায়। তাই তিনি বলেন, infancy-তে স্বর্গ আমাদের চারপাশে ঘিরে থাকে।

0
Updated: 1 week ago
Who among the following writers is not a Nobel Laureate?
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
Toni Morrison
C
Graham Greene
D
William Faulkner
(ক)
T.S. Eliot (1888-1965)- 1948
(খ)Toni
Morrison (1931-2019)- 1993
(গ)Grahame Greene (1904-1991)- কখনো নোবেল পুরস্কার পান নি; ১৯৭৪ সালে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি তা প্রত্যাখান করেন।(ঘ)William Faulkner (1897-1962)

1
Updated: 3 weeks ago