A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
উত্তরের বিবরণ
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago
Which famous phrase in Tintern Abbey expresses human sorrow in a symbolic way?
Created: 1 week ago
A
“Clouds of glory do we come”
B
“Bliss was it in that dawn to be alive”
C
“Heaven lies about us in our infancy”
D
“The still, sad music of humanity”
এই লাইনটিতে Wordsworth মানব জীবনের দুঃখ-কষ্টকে সঙ্গীতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, মানবজীবনের বেদনা কোনো কোলাহল নয়, বরং এক গভীর ও শান্ত সুরের মতো প্রতিধ্বনিত হয়। প্রকৃতির সান্নিধ্যে তিনি সেই বেদনার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা খুঁজে পান। এই রূপক মানুষের বেদনা মেনে নেওয়ার পাশাপাশি তার ভেতর থেকে শান্তি ও নৈতিক শক্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দেয়।

0
Updated: 1 week ago
William Wordsworth was inspired by which historical event?
Created: 1 week ago
A
The American Revolution
B
The French Revolution
C
The Industrial Revolution
D
The Glorious Revolution
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক যুগের কবি, যিনি ফরাসি বিপ্লব (1789-99) দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। স্বাধীনতা (Liberty), সমতা (Equality) ও ভ্রাতৃত্বের (Fraternity) নতুন স্লোগান তাঁকে আকর্ষণ করেছিল। তরুণ বয়সে তিনি ফ্রান্স ভ্রমণ করেন এবং বিপ্লবীদের সংগ্রামের প্রতি সহানুভূতি দেখান। তাঁর কবিতায় মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং নতুন আশার প্রতিফলন দেখা যায়। যদিও পরে বিপ্লবের সহিংসতা তাঁকে হতাশ করে, তবুও এর প্রাথমিক প্রভাব তাঁর চিন্তাধারাকে চিরস্থায়ীভাবে সমৃদ্ধ করেছে।

0
Updated: 1 week ago
Which poem begins with “There was a time when meadow, grove and stream”?
Created: 4 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
Kubla Khan
C
Ode to a Nightingale
D
The Waste Land

0
Updated: 4 weeks ago