নিম্নলিখিত কোন রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে?
A
নিউজিল্যান্ড
B
যুক্তরাজ্য
C
শ্রীলঙ্কা
D
ডেনমার্ক
উত্তরের বিবরণ
- যুক্তরাজ্যে "হাউস অব কমন্স" (নিম্নকক্ষ) এবং "হাউস অব লর্ডস" (উচ্চকক্ষ) রয়েছে।
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- যুক্তরাজ্যে "হাউস অব কমন্স" (নিম্নকক্ষ) এবং "হাউস অব লর্ডস" (উচ্চকক্ষ) রয়েছে।
অন্যদিকে:
- নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ডেনমার্কের এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
- নিউজিল্যান্ড: হাউস অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
- শ্রীলঙ্কা: পার্লামেন্ট অব শ্রীলঙ্কা (Parliament of Sri Lanka)
- ডেনমার্ক: ফোকেটিং (Folketinget)

0
Updated: 1 month ago
যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
Created: 3 weeks ago
A
২৩ জুন, ২০১৬
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ জানুয়ারি, ২০১৯
D
১ মে, ২০১৬
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দের সংমিশ্রণ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝায়।
-
জনমত জরিপ (Referendum): ২৩ জুন, ২০১৬
-
যুক্তরাজ্য EU ত্যাগের তারিখ: ৩১ জানুয়ারি, ২০২০
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বার, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোপীয় ইউনিয়নে ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস:

0
Updated: 3 weeks ago
যুক্তরাজ্যের Secret Intelligence Service(SIS) কী নামে পরিচিত?
Created: 1 week ago
A
MI3
B
RI6
C
FI6
D
MI6
Secret Intelligence Service (SIS) হলো যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা, যা সাধারণত MI6 নামে পরিচিত।
-
এটি ১৯৯৪ সালের গোয়েন্দা পরিষেবা আইনের অধীনে বিধিবদ্ধভাবে প্রতিষ্ঠিত হয়।
-
MI6-এর বর্তমান ১৭তম প্রধান হলো রিচার্ড মুর।
-
সংস্থাটি যুক্তরাজ্যের অন্যান্য সরকারি বিভাগ, গোয়েন্দা সম্প্রদায় এবং শিল্প খাতে অংশীদারদের সাথে সমন্বয় করে কাজ করে।

0
Updated: 1 week ago
B-52 কোন দেশের বোমারু বিমান?
Created: 1 month ago
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামের জন্য সুপরিচিত। এগুলো আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে।
-
যুক্তরাষ্ট্র:
-
F-16 জঙ্গি বিমান
-
B-52 বোমারু বিমান
-
Stealth প্রযুক্তি-নির্ভর জঙ্গি বিমান, যা রাডারের নজর এড়াতে সক্ষম
-
C-130 সামরিক পরিবহন বিমান
-
-
রাশিয়া:
-
Yak-130 অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
-
MIG-21 / Malalaika যুদ্ধ বিমান
-
MIG-21 এর চীনা সংস্করণ: J-7 / F-7 Airguard
-
MIG-21 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান
-
-
যুক্তরাজ্য:
-
Challenger-1 ট্যাংক
-
-
জার্মানি:
-
U-Boat (Under sea Boat) সাবমেরিন
-
উৎস:

0
Updated: 1 month ago