A
নিউজিল্যান্ড
B
যুক্তরাজ্য
C
শ্রীলঙ্কা
D
ডেনমার্ক
উত্তরের বিবরণ
- যুক্তরাজ্যে "হাউস অব কমন্স" (নিম্নকক্ষ) এবং "হাউস অব লর্ডস" (উচ্চকক্ষ) রয়েছে।
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- যুক্তরাজ্যে "হাউস অব কমন্স" (নিম্নকক্ষ) এবং "হাউস অব লর্ডস" (উচ্চকক্ষ) রয়েছে।
অন্যদিকে:
- নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ডেনমার্কের এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
- নিউজিল্যান্ড: হাউস অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
- শ্রীলঙ্কা: পার্লামেন্ট অব শ্রীলঙ্কা (Parliament of Sri Lanka)
- ডেনমার্ক: ফোকেটিং (Folketinget)

0
Updated: 1 week ago