নারী কোপা আমেরিকা টুর্নামেন্ট- ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
ব্রাজিল
B
কলম্বিয়া
C
আর্জেন্টিনা
D
উরুগুয়ে
উত্তরের বিবরণ
নারী কোপা আমেরিকা- ২০২৫:
- কলম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল।
- ইকুয়েডরের কুইটোতে ৪-৪ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
- ব্রাজিলের মেয়েদের এটি টানা পঞ্চম ও রেকর্ড নবম শিরোপা।
- তাদের এই জয়ের মূল কারিগর মার্তা। জোড়া গোল উপহার দেন এই ফরোয়ার্ড।
- সেই সাথে হয়েছেন কোপা আমেরিকা ২০২৫-এর সেরা খেলোয়াড়।
উল্লেখ্য,
- গত ১২ জুলাই থেকে শুরু হয় মেয়েদের কোপা আমেরিকা।
- দুটি গ্রুপ মিলিয়ে মোট ১০টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে।
- ১৯৯১ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে এক আসর বাদে প্রতিবারই শিরোপা নিজেদের করে নেয় ব্রাজিলের মেয়েরাই।
- মাঝে ২০০৬-এ ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
- সব মিলিয়ে ১০ আসরের মধ্যে ৯বারই শিরোপা জিতে ব্রাজিল।

0
Updated: 1 month ago
১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে?
Created: 3 months ago
A
রোনালদো
B
জিদান
C
সুকের
D
বেবেতা
১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপ
ফ্রান্সে অনুষ্ঠিত এই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ডেভর সুকার। তিনি সর্বোচ্চ ৬ গোল করে এই সম্মান অর্জন করেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্রোয়েশিয়া বিশ্ব দরবারে ফুটবলের নতুন পরিচিতি পায়।
দ্রষ্টব্য: এটি তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ তথ্য হলেও বর্তমানে তা পরিবর্তনশীল ও ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচ্য। হালনাগাদ তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎস, যেমন Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার, কিংবা অথেনটিক সংবাদমাধ্যম অনুসরণ করা উচিত।
ফুটবল বিশ্বকাপ ২০২২ – একটি সংক্ষিপ্ত চিত্র
-
আয়োজক দেশ: কাতার
-
বিশ্বকাপের আসর: ২২তম
-
সময়কাল: ২০ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২২
-
অংশগ্রহণকারী দল: ৩২টি
-
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (তৃতীয়বার)
-
রানার্স আপ: ফ্রান্স
বিশেষ পুরস্কার প্রাপ্তরা:
-
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)
-
গোল্ডেন বুট (সর্বাধিক গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) – ৮টি গোল
-
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
-
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
-
টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসনের ব্রাজিলের হয়ে সার্বিয়ার বিপক্ষে করা গোল
নারী রেফারির ইতিহাস সৃষ্টি:
এই বিশ্বকাপেই প্রথমবারের মতো একজন নারী রেফারি মূল পর্বে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন, যা বিশ্ব ফুটবলে এক নতুন ইতিহাস।
তথ্যসূত্র: FIFA অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Created: 2 months ago
A
পেলে
B
জিদান
C
বেকেনবাওয়ার
D
ম্যারাডোনা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।
উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।
উৎস: Goal.com

0
Updated: 2 months ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

0
Updated: 1 month ago