কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
A
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
B
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
C
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
D
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
উত্তরের বিবরণ
‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’
-
অর্থ: গোপন রাখার চেষ্টা।
-
বিশেষ ব্যঞ্জনা: “ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল।” — অর্থাৎ অহেতুক গোপন না রেখে মূল কথা স্পষ্টভাবে বলা উচিত।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারার উদাহরণ:
-
অনুরোধে ঢেঁকি গেলা – অনুরোধে কষ্ট স্বীকার।
উদাহরণ: “অনুরোধে অনেক ঢেঁকি গিলেছি, এখন আর পারছি না।” -
অন্ধকারে ঢিল ছোড়া – আন্দাজে কিছু করা।
উদাহরণ: “অন্ধকারে ঢিল না ছুড়ে, আগে আসল ঘটনাটা জেনে এসো।” -
অরণ্যে রোদন – নিষ্ফল অনুনয় বা আর্তি।
উদাহরণ: “লোকটা হাড়কৃপণ, ওর কাছে কিছু চাওয়া আর অরণ্যে রোদন একই কথা।” -
আকাশ ভেঙে পড়া – মহাবিপদে পড়া।
উদাহরণ: “বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় অনেক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।” -
আট কপালে – হতভাগ্য।
উদাহরণ: “আট কপালের লোকের ভাগ্যে চাকরি জোটা খুবই মুশকিল।” -
আঠারো মাসে বছর – ঢিলেমি বা ধীর গতি।
উদাহরণ: “আমার মামা সব কাজেই দেরি করেন। সবাই বলেন, তার নাকি আঠারো মাসে বছর।” -
আদাজল খেয়ে লাগা – সর্বশক্তি দিয়ে চেষ্টা করা।
উদাহরণ: “পরীক্ষায় জিপিএ–৫ পাওয়ার জন্য মাহমুদ আদাজল খেয়ে লেগেছে।” -
আদায় কাঁচকলায় – শত্রুভাবাপন্ন সম্পর্ক।
উদাহরণ: “ওদের ভাইয়ে ভাইয়ে আদায় কাঁচকলায় সম্পর্ক, কেউ কাউকে সহ্য করে না।” -
আবোল-তাবোল – এলোমেলো বা অপ্রাসঙ্গিক কথা।
উদাহরণ: “আসল ঘটনা লুকোতে গিয়ে সে আবোল-তাবোল বকে চলেছে।” -
আমড়া কাঠের চেঁকি – অকেজো লোক বা ব্যক্তি।
উদাহরণ: “ও একটা আমড়া কাঠের চেঁকি, ওকে দিয়ে কাজটা হবে না।” -
আমলে আনা – গুরুত্ব দেওয়া।
উদাহরণ: “পুলিশ দারোয়ানের কোনো কথাই আমলে আনল না।” -
আলালের ঘরের দুলাল – বড়লোকের আদুরে ও অলস ছেলে।
উদাহরণ: “এই আলালের ঘরের দুলালটি কাজ দেখলে ভয় পায়।”
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)
0
Updated: 5 months ago
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
একই স্বভাবের দোষে দোষী
B
বাইরের বিপদ ঘরে টেনে আনা
C
একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া
D
কষ্টের ওপর আরো কষ্ট
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদের অর্থ হলো একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এক ক্ষুরে মাথা কামানো: একই স্বভাবের দোষে দোষী
-
খাল কেটে কুমির আনা: বাইরের বিপদ ঘরে টেনে আনা
-
গোদের ওপরে বিষফোঁড়া: কষ্টের ওপর আরও কষ্ট
উৎস:
0
Updated: 1 month ago
'পাপের ধন প্রায়শ্চিত্তে যায়' --প্রবাদটির অর্থ-
Created: 1 week ago
A
ক) যে দামে কেনা সে দামে বেচা
B
খ) পাপ করলে প্রায়শ্চিত্ত
C
গ) বোঝার উপর শাকের আটি
D
ঘ) বিপদ একা আসে না
0
Updated: 1 week ago
অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে?
Created: 1 month ago
A
ভিজে বিড়াল
B
শাপে বর
C
কপাল ফেরা
D
অদৃষ্টের পরিহাস
ভিজে বেড়াল(বাইরে নীরিহ ভেতরে ধূত): ভিজে বেড়ালদের অনেক সময় চেনা যায় না।
শাপে বর(অনিষ্টে ইস্ট লাভ): আমার বড়মামা চাকরি না পেয়ে ব্যবসায়ে ঢুকেছেন, এতে তাঁর শাপে বর হয়েছে।
কপাল ফেরা (সৌভাগ্য লাভ): ছেলেটা হঠৎ বিদেশে চাকরি পাওয়ায় চাচা - চাচির কপাল ফিরেছে।
অদৃষ্টের পরিহাস (ভাগ্যবিড়ম্বনা):অদৃষ্টের পরিহাসে অনেক ধনকুবের পথের ফকির হয়ে গেল।
0
Updated: 1 month ago