প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
A
জাপানের নাগাসাকিতে
B
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C
রাশিয়ার আশখাবাদে
D
কানাডার ভেঙ্কুবারে
উত্তরের বিবরণ
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন ফ্রান্সের ফন্টেব্লিউতে অনুষ্ঠিত হয়।
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
উৎস: IUCN ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
IUCN কোন কাজে নিযুক্ত থাকে?
Created: 3 days ago
A
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
B
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
C
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা
D
জলসম্পদ সংরক্ষণ
IUCN (International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে। সংস্থাটি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে প্রজাতি ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
বিশ্বব্যাপী কার্যক্রম: ১৭০টির অধিক দেশে কাজ করে
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
-
প্রজাতি শ্রেণীবিভাগ: নয়টি বিভাগে প্রজাতি মূল্যায়ন করা হয় —
-
মূল্যায়ন করা হয়নি
-
ডেটার ঘাটতি
-
ন্যূনতম উদ্বেগ
-
কাছাকাছি হুমকির মুখে
-
ঝুঁকিপূর্ণ
-
বিপন্ন
-
গুরুতরভাবে বিপন্ন
-
বন্য অঞ্চলে বিলুপ্ত
-
বিলুপ্ত
-
উল্লেখযোগ্য তথ্য:
-
সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর – ৭ অক্টোবর, ১৯৪৮ ফ্রান্সের ফন্টেনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

0
Updated: 3 days ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 2 weeks ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
Created: 3 months ago
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।

0
Updated: 3 months ago