রাশিয়ার পূর্ব উপকূলে সম্প্রতি কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? [আগস্ট, ২০২৫]

Edit edit

A

৭.৪

B

৮.৩

C

৮.৮

D

৯.০

উত্তরের বিবরণ

img

ভূমিকম্প: - ৩০ জুলাই, ২০২৫ রাশিয়ার পূর্ব উপকূলে, বিশেষ করে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন রুশ উপকূলে মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে। - যার মাত্রা প্রথমে ৮.০ রিপোর্ট করা হলেও পরবর্তীতে তা ৮.৭ থেকে ৮.৮ এ উন্নীত হয়। - এটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। - স্থানীয় ভূমিকম্পের ইতিহাসে ১৯৫২ সালের পর এই প্রথম । - এই ভূমিকম্পকে বর্তমানে বিশ্বব্যাপী বিংশ শতাব্দীর ষষ্ঠ সর্বোচ্চ শক্তির ভূমিকম্প হিসেবে স্থান দেয়া হয়েছে। - স্থানীয়ভাবে বেশ কিছু নির্মাণে ক্ষতি হয়, তবে রাশিয়া কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা যায়—কয়েকজন আহতের ব্যাপার আছে কিন্তু প্রাণহানি হয়নি। - এর ফলে সুনামির সতর্কতা জারি করা হয় এবং জাপান থেকে হাওয়াই ও ইকুয়েডর পর্যন্ত উপকূলীয় অঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, - ভূমিকম্পের পরপর উক্ত অঞ্চলের কিছু আগ্নেয়গিরি একযোগে সক্রিয় হয়। - ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লাইচেভস্কয়, এবং 'ক্র্যাশেনিনিকভ' আগ্নেয়গিরিতে প্রায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত ঘটে, যার ফলে ছাই প্রায় ৬ কিমি উচ্চতায় ছড়িয়ে পড়ে।

Unfavorite

0

Updated: 1 week ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD