শ্রীকৃষ্ণকীর্তন
বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত। এর রচয়িতা বড়ু চণ্ডীদাস। এটি বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ।
আবিষ্কার ও প্রকাশনা:
১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) পণ্ডিত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে কাব্যটির পুথি আবিষ্কার করেন।
পরবর্তীতে ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
কাব্যের কাঠামো:
গ্রন্থটিতে মোট ১৩টি খণ্ড রয়েছে—
১. জন্ম খণ্ড
২. তাম্বুল খণ্ড
৩. দান খণ্ড
৪. নৌকা খণ্ড
৫. ভার খণ্ড
৬. ছত্র খণ্ড
৭. বৃন্দাবন খণ্ড
৮. কালিয়দমন খণ্ড
৯. যমুনা খণ্ড
১০. হার খণ্ড
১১. বাণ খণ্ড
১২. বংশী খণ্ড
১৩. বিরহ খণ্ড