কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
A
কুয়েত
B
নাইজেরিয়া
C
সৌদি আরব
D
ভেনিজুয়েলা
উত্তরের বিবরণ
OPEC এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries — এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত।
মূল উদ্দেশ্য:
OPEC-এর প্রধান লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম সংক্রান্ত নীতিমালা নির্ধারণ ও সমন্বয় সাধন এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
গঠনের ইতিহাস:
-
প্রস্তাবক দেশ: ভেনিজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল
-
প্রতিষ্ঠানস্থল: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৫টি দেশ
-
ইরাক
-
ইরান
-
কুয়েত
-
সৌদি আরব
-
ভেনিজুয়েলা
-
সদরদপ্তর:
-
বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
১৯৬৫ সালের পূর্বে: জেনেভা, সুইজারল্যান্ড
বর্তমান সদস্য দেশসমূহ (১২টি):
-
আলজেরিয়া
-
কঙ্গো
-
নিরক্ষীয় গিনি
-
গ্যাবন
-
ইরান
-
ইরাক
-
কুয়েত
-
লিবিয়া
-
নাইজেরিয়া
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
ভেনিজুয়েলা
গুরুত্বপূর্ণ তথ্য:
-
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা, উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধের কারণে ১ জানুয়ারি ২০২৪-এ OPEC থেকে বেরিয়ে গেছে।
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 3 months ago
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Created: 4 days ago
A
সুইডেন
B
যুক্তরাষ্ট্র
C
যুক্তরাজ্য
D
জার্মানি
Transparency International একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা যা জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা বিশ্বব্যাপী দুর্নীতি প্রতিরোধে কাজ করে এবং প্রতিবছর দুর্নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
এটি একটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন
-
প্রতিবছর দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির মাত্রা মূল্যায়ন করে
অতিরিক্তভাবে, Transparency International বিভিন্ন দেশের সরকার, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সঙ্গে একত্রে কাজ করে দুর্নীতির বিরুদ্ধে নীতি প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

0
Updated: 4 days ago
European Free Trade Association কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
১৯৫২ সালে
B
১৯৬০ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৪৮ সালে
EFTA হলো ইউরোপের একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: European Free Trade Association
-
প্রতিষ্ঠা: ১৯৬০ সালে
-
সদর দপ্তর (সেক্রেটারিয়েট): জেনেভা, সুইজারল্যান্ড
-
অফিস: ব্রাসেলস ও লুক্সেমবার্গে
-
বর্তমান সদস্য সংখ্যা: ৪টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
সদস্য দেশ: আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে ও সুইজারল্যান্ড
অতিরিক্তভাবে বলা যায়, EFTA সদস্য রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়নের (EU) বাইরের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে, যা বৈশ্বিক বাজারে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করে।

0
Updated: 1 day ago
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
Created: 3 months ago
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।

0
Updated: 3 months ago