বাংলায় হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?
A
৯ বছর
B
৭ বছর
C
৬ বছর
D
৪ বছর
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
প্রাচীন সমতটের রাজধানী-
Created: 1 month ago
A
সুবর্ণপুর
B
বড় কামতা
C
মহাস্থানগড়
D
কর্ণসুবর্ণ
• সমতট: পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। বর্তমানে নোয়াখালি, কুমিল্লা অঞ্চল প্রাচীন সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত। উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
• সমতট:
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান।
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট।
বর্তমানে নোয়াখালি, কুমিল্লা অঞ্চল প্রাচীন সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
বাংলায় কররানি বংশ প্রতিষ্ঠা করেন কে?
Created: 3 weeks ago
A
সুলেমান খান কররানি
B
দাউদ খান কররানি
C
তাজ খান কররানি
D
বায়েজীদ খান কররানি
কররানি শাসন সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
-
কররানি উপাধিধারী আফগানরা একটি আফগান গোত্র।
-
কররানীদের আদি নিবাস ছিল আফগানিস্তানের বঙ্গাশ নামে স্থানে, যা বর্তমানে কুররম নামে পরিচিত।
-
পাঠানদের কররানী শাখা আফগানিস্তানে করলানি নামে পরিচিত।
-
১৫৬৪ সালে তাজ খান কররানি বাংলায় কররানি বংশ প্রতিষ্ঠা করেন।
-
তিনি এক সময় শেরশাহের অধীনে চাকরি করতেন।
-
১৫৬৫ সালে, বাংলার অধিপতি হওয়ার এক বছরের মধ্যে তিনি মারা যান।
-
তাঁর ভাই সুলেমান কররানি প্রায় সাত বছর বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
-
সুলেমান কররানীর শাসনামলে বাংলায় অপেক্ষাকৃত সুশাসন ও শান্তি বিরাজ করেছিল।
-
সুলেমান কররানীর জ্যেষ্ঠ পুত্র বায়েজীদ কররানী তাঁর উত্তরাধিকারী হন।
-
বায়েজীদ কররানী তাঁর পিতার নীতি পরিহার করে স্বাধীনতা ঘোষণা করেন।
-
বায়েজীদ কররানী মাত্র কয়েক মাস বাংলার শাসন করেন।
-
১৫৭৩ খ্রিস্টাব্দে, বায়েজীদের কনিষ্ঠ ভ্রাতা দাউদ কররানীকে বাংলার সিংহাসনে অভিষিক্ত করা হয়।
-
দাউদ তাঁর ভাইয়ের স্বাধীন নীতি অনুসরণ করে নিজের নামে খুৎবা পাঠ ও মুদ্রা প্রচলন করেন।
-
১৫৭৬ খ্রিস্টাব্দের ১২ জুলাই, রাজমহলের যুদ্ধ সংঘটিত হয়; দাউদ কররানী বন্দি হন এবং মৃত্যুদন্ড দেওয়া হয়।
-
দাউদ কররানীর মৃত্যুদন্ডের ফলে বাংলায় স্বাধীন মুসলিম শাসনের অবসান হয় এবং মুঘল শাসনের সূচনা ঘটে।

0
Updated: 3 weeks ago
ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
Created: 5 days ago
A
ইসলাম খান
B
সরফরাজ খান
C
মুর্শিদ কুলি মান
D
ঈশা খান
বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান ঢাকার ধোলাইখাল খনন করেন। এই খেলাটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করে । ইসলাম খান ১৬১০ সালে তিনি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর ।

0
Updated: 5 days ago