ঢাকার 'বড় কাটরা' নির্মাণ করেন কে?
A
শাহ সুজা
B
মীর আবুল কাশিম
C
শায়েস্তা খাঁন
D
শাহ আলম
উত্তরের বিবরণ
• বড় কাটরা: - বড় কাটরা, ঢাকা মুগল রাজধানী ঢাকার চক বাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। - মধ্য এশিয়ার ক্যারাভান সরাই-এর ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটরা দারুণভাবে সুরক্ষিত এবং মুগল রাজকীয় স্থাপত্য-রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান। - এগুলো ছিল অতিথিশালা। - ঢাকার 'বড় কাটরা' নির্মাণ করেন শাহ সুজা।
• বড় কাটরা:
- বড় কাটরা, ঢাকা মুগল রাজধানী ঢাকার চক বাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত।
- মধ্য এশিয়ার ক্যারাভান সরাই-এর ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটরা দারুণভাবে সুরক্ষিত এবং মুগল রাজকীয় স্থাপত্য-রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান।
- এগুলো ছিল অতিথিশালা।
- ঢাকার 'বড় কাটরা' নির্মাণ করেন শাহ সুজা।

0
Updated: 1 month ago
ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
Created: 5 days ago
A
ইসলাম খান
B
সরফরাজ খান
C
মুর্শিদ কুলি মান
D
ঈশা খান
বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান ঢাকার ধোলাইখাল খনন করেন। এই খেলাটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করে । ইসলাম খান ১৬১০ সালে তিনি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর ।

0
Updated: 5 days ago
প্রাচীন সমতটের রাজধানী-
Created: 1 month ago
A
সুবর্ণপুর
B
বড় কামতা
C
মহাস্থানগড়
D
কর্ণসুবর্ণ
• সমতট: পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। বর্তমানে নোয়াখালি, কুমিল্লা অঞ্চল প্রাচীন সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত। উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
• সমতট:
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান।
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট।
বর্তমানে নোয়াখালি, কুমিল্লা অঞ্চল প্রাচীন সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
বাংলায় হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?
Created: 1 month ago
A
৯ বছর
B
৭ বছর
C
৬ বছর
D
৪ বছর

0
Updated: 1 month ago