একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত?
A
৩/৭
B
৪/৯
C
৪/৭
D
৭/১০
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত? সমাধান: ধরি, প্রকৃত ভগ্নাংশটির লব = ক তাহলে, হর = ক + ৩ ∴ ভগ্নাংশটি = ক/(ক + ৩) ভগ্নাংশটির বর্গ = {ক/(ক + ৩)}২ = ক২/(ক + ৩)২ = ক২/(ক২ + ৬ক + ৯) প্রশ্নমতে, (ক২ + ৬ক + ৯) - ক২ = ৩৩ ⇒ ৬ক + ৯ = ৩৩ ⇒ ৬ক = ২৪ ⇒ ক = ৪ সুতরাং, লব = ৪ হর = ৪ + ৩ = ৭ ∴ ভগ্নাংশটি হলো ৪/৭
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত?
সমাধান:
ধরি,
প্রকৃত ভগ্নাংশটির লব = ক
তাহলে, হর = ক + ৩
∴ ভগ্নাংশটি = ক/(ক + ৩)
ভগ্নাংশটির বর্গ = {ক/(ক + ৩)}২
= ক২/(ক + ৩)২
= ক২/(ক২ + ৬ক + ৯)
প্রশ্নমতে,
(ক২ + ৬ক + ৯) - ক২ = ৩৩
⇒ ৬ক + ৯ = ৩৩
⇒ ৬ক = ২৪
⇒ ক = ৪
সুতরাং, লব = ৪
হর = ৪ + ৩ = ৭
∴ ভগ্নাংশটি হলো ৪/৭

0
Updated: 1 month ago
কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
Created: 6 days ago
A
১৫
B
২৫
C
৩৫
D
৭৫
প্রশ্ন: কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(২ক/৫) - (ক/১০) = ৪.৫
⇒ (৪ক - ক)/১০ = ৪.৫
⇒ ৩ক/১০ = ৪.৫
⇒ ৩ক = ৪.৫ × ১০
⇒ ৩ক = ৪৫
⇒ ক = ৪৫/৩
⇒ ক = ১৫
∴ নির্ণেয় সংখ্যাটি হলো ১৫

0
Updated: 6 days ago
৪/১১ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
Created: 1 month ago
A
B
C
D
প্রশ্ন: ৪/১১ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
সমাধান:
৪/১১ = ০.৩৬৩৬৩৬....…=
এটি একটি পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ, যেখানে ৩৬ পুনরায় আসতেছে।

0
Updated: 1 month ago
নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
৩/১০
B
৭/১০
C
২/৫
D
৪/২৫
প্রশ্ন: নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
সমাধান:
৩/১০ = ০.৩
৭/১০ = ০.৭
২/৫ = ০.৪
৪/২৫ = ০.১৬
উপরিউক্ত দশমিক মানগুলো তুলনা করলে দেখা যায় যে, ০.৭ এর মান সবচেয়ে বেশি।
সুতরাং, ৭/১০ ভগ্নাংশটির মান সবচেয়ে বেশি।

0
Updated: 1 month ago