A
জেনেভা
B
রোম
C
প্যারিস
D
ভ্যালেটা
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক বার্ধক্য ইনস্টিটিউট (International Institute on Ageing)
প্রতিষ্ঠা ও পটভূমি:
আন্তর্জাতিক বার্ধক্য ইনস্টিটিউট (International Institute on Ageing) ১৫ এপ্রিল, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাস্থল মাল্টার রাজধানী ভ্যালেটা।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল তার রেজোলিউশন 1987/41 এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিবকে বার্ধক্য সম্পর্কিত একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করে। এই প্রেক্ষিতে, ৯ অক্টোবর ১৯৮৭ তারিখে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এবং মাল্টা সরকারের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে, ১৫ এপ্রিল ১৯৮৮ সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব জ্যাভিয়ের পেরেজ দে কুয়েলার আনুষ্ঠানিকভাবে এই ইনস্টিটিউটটির উদ্বোধন করেন।
প্রশাসনিক কাঠামো:
ইনস্টিটিউটটি একটি নয় সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক বোর্ড এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই বোর্ড গঠিত হয় নিম্নরূপভাবে:
-
বোর্ডের চেয়ারপারসন ও ছয়জন সদস্য নিযুক্ত হন জাতিসংঘের মহাসচিবের দ্বারা।
-
দুইজন সদস্য নিযুক্ত করে মাল্টা সরকার।
-
সদস্য মনোনয়নে ন্যায়সঙ্গত ভৌগোলিক বণ্টন নীতির অনুসরণ করা হয়।
-
প্রতিটি সদস্যের কার্যকাল তিন বছর।
উৎস:
International Institute on Ageing – অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago